promotional_ad

আইপিএলের ১০ দলের রিটেনশনের ‍চূড়ান্ত তালিকা

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আইপিএলের মেগা নিলাম মানেই টানটান উত্তেজনা, অর্থের ঝনঝনানি। যেখানে মিশে থাকে লাখপতি থেকে কোটিপতি হওয়ার গল্প। আবার অনেক তারকা ক্রিকেটার দল না পেয়ে হয়ে যান ব্রাত্য। ফলে আইপিএলের মেগা নিলাম হয়ে থাকে অনেকটাই সিনেমাটিক। তবে এবারের আইপিএলের নিলামের আগেই রিটেইন তালিকা জমা দিয়ে চমক নিয়ে হাজির হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।


'রিটেনশন' করা ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। ফলে ভারতীয় সময় বিকেল ৫টার মধ্যে বোর্ডের কাছে রিটেনশন তালিকা জমা দেয়ার কথা ছিল। এই সময়ের মধ্যেই সব দল নিজেদের রিটেনশন তালিকা চূড়ান্ত করেছে। আইপিএলের নিলামের আগে প্রতিটি দলকে ১২০ কোটি রুপির সর্বোচ্চ খরচের সীমা বেধে দিয়েছে আয়োকরা।


এর মধ্যে থেকেই রিটেনশনে খরচ করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। আর বাকি টাকা দিয়ে আইপিএলের নিলাম থেকে ক্রিকেটার কিনতে পারবে তারা। আইপিএলের রিটেনশন তালিকায় দেখা গেছে একাধিক চমক। এর মধ্যে আইপিএলের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স রিটেইন করেছে হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রিত বুমরাহ ও তিলক ভার্মাকে।


তাদের ঝুলিতে নিলামের জন্য ৫৫ কোটি রুপি রয়েছে। এর মধ্যে ৬৫ কোটি খরচ হয়েছে পাঁচ ক্রিকেটার ধরে রাখতে। ইশান কিশান ও টিম ডেভিডের মতো ক্রিকেটারকে তারা ধরে রাখেনি। এদিকে নিলামের আগে সানরাইজার্স হায়দরাবাদ রিটেইন করেছে হেইনরিখ ক্লাসেন, প্যাট কামিন্স, অভিষেক শর্মা, ট্রাভিস হেড ও নীতিশ কুমার রেড্ডিকে। তারা ধরে রাখেনি ওয়াশিংটন সুন্দর, থাঙ্গারাসু নাটারাজন ও ভুবনেশ্বর কুমারকে।


চেন্নাই সুপার কিংস রিটেইন করেনি মুস্তাফিজুর রহমান, রাচিন রবীন্দ্র, ডেভন করওয়ে, দীপক চাহার ও তুষারদেশপান্ডের মতো ক্রিকেটারকে। তারা রিটেইন করেছে রুতুরাজ গায়কোয়াড়, মাথিশা পাথিরানা, শিভম দুবে , রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনিকে। তাদের হাতে বাকি আছে ৬৫ কোটি।


বড় চমক দেখিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। তারা গ্লেন ম্যাক্সওয়েল, মোহাম্মদ সিরাজ, ফাফ ডু প্লেসি ও ক্যামেরন গ্রিনকে ছেড়ে দিয়েছে। তাদের এখনও হাতে আছে ৮৩ কোটি রুপি। এর মধ্যে বড় ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলিকে রিটেইন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। আর রিটেইন করা বাকি দুই ক্রিকেটার রজত পাতিদার ও ইয়াশ দয়াল।


কলকাতা নাইট রাইডার্স তাদের তারকা ক্রিকেটারদের মধ্যে অনেককেই ধরে রেখেছে। সুনীল নারিন, আন্দ্রে রাসেলদের সঙ্গে দলটি রিটেইন করেছে বরুণ চক্রবর্তী, হার্শিত রানা ও রমনদীপ সিংকে। তবে রিটেনশনের সংখ্যা কম থাকায় তাদের ছেড়ে দিতে হয়েছে শ্রেয়াস আইয়ার মিচেল স্টার্ক, ফিল সল্ট, ভেঙ্কাটেস আইয়ার ও নীতিশ রানা। এর মধ্যে সবচেয়ে বড় চমক হচ্ছে আইয়ারকে ছেড়ে দেয়া। কারণ তার হাত ধরেই আইপিএলের গত আসরে চ্যাম্পিয়ন হয়েছে দলটি।


আইপিএলের মেগা নিলামের আগে পাঞ্জাব কিংস দুই আনক্যাপড ক্রিকেটার শশাঙ্ক সিংহ এবং প্রভসিমরান সিংকে রেখে দিয়েছে। দুজনকে ধরে রাখতে মাত্র সাড়ে ৯কোটি রুপি খরচ হয়েছে দলটির। আর অধিনায়ক সাঞ্জু স্যামসনকে ধরে রেখেছে রাজস্থান রয়্যালস। সেই সঙ্গে যশস্বী জয়সাওয়াল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, সন্দীপ শর্মা এবং রিয়ান পরাগকে রেখে দিয়েছে তারা।


অধিনায়ক লোকেশ রাহুলকে ছেড়ে দিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে তারা ধরে রেখেছে নিকোলাস পুরান, রবি বিষ্ণই, মায়াঙ্ক যাদব, আয়ুষ বাদনি এবং মহসিন খানকে। দিল্লি ধরে রাখেনি তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্তকে। যদিও অক্ষর পটেল, কুলদীপ যাদব, ট্রিস্টিয়ান স্টাবস এবং অভিষেক পোড়েলকে রিটেইন করেছে তারা।


গত আসরের অধিনায়ক শুভমান গিলকে রিটেইন করেছে গুজরাট টাইটান্স। তার সঙ্গে রশিদ খান, সাই সুদর্শন, রাহুল তেওয়াতিয়া ও শাহরুখ খানকেও দলে রেখে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সব মিলিয়ে আইপিএলের নিলামের আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের বিচক্ষণতার পরিচয় দিয়ে নিজেদের কৌশল সাজিয়ে ফেলেছে। ফলে ধরে নেইয়াই যাচ্ছে নিলামেও অপেক্ষা করছে আরও অনেক বড় বড় চমক।


মুম্বাই ইন্ডিয়ান্স-


রিটেনশন- জসপ্রিত বুমরাহ (১৮ কোটি রুপি), সূর্যকুমার যাদব (১৬.৩৫ কোটি), হার্দিক পান্ডিয়া (১৬.৩৫ কোটি), রোহিত শর্মা (১৬.৩০) ও তিলক ভার্মা (৮ কোটি রুপি)।


নিলামে খরচ করতে পারবে- ৫৫ কোটি রুপি


সানরাইজার্স হায়দরাবাদ-



promotional_ad

রিটেনশন- হেনরিখ ক্লাসেন (২৩ কোটি রুপি), প্যাট কামিন্স (১৮ কোটি), অভিষেক শর্মা (১৪ কোটি), ট্রাভিস হেড (১৪ কোটি) ও নীতিশ কুমার রেড্ডি (৬ কোটি)।


নিলামে খরচ করতে পারবে- ৪৫ কোটি রুপি


চেন্নাই সুপার কিংস-


রিটেনশন- রুতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি রুপি), মাথিশা পাথিরানা (১৩ কোটি), শিভম দুবে (১২ কোটি), রবীন্দ্র জাদেজা (১৮ কোটি), মহেন্দ্র সিং ধোনি (৪ কোটি)।


নিলামে খরচ করতে পারবে- ৬৫ কোটি রুপি


রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-


রিটেনশন- বিরাট কোহলি (২১ কোটি রুপি), রজত পাতিদার (১১ কোটি), ইয়াশ দয়াল (৫ কোটি)। 


নিলামে খরচ করতে পারবে- ৮৩ কোটি রুপি


কলকাতা নাইট রাইডার্স-


রিটেইন- রিঙ্কু সিং (১৩ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), সুনীল নারিন (১২ কোটি), হার্শিত রানা (৪ কোটি), রমনদীপ সিং (৪ কোটি)।


নিলামে খরচ করতে পারবে- ৫১ কোটি রুপি


দিল্লি ক্যাপিটালস-


রিটেইন- অক্ষর প্যাটেল (১৬.৫০ কোটি), কুলদীপ যাদব (১৩. ২৫ কোটি), ট্রিস্টিয়ান স্টাবস (১০ কোটি), অভিষেক পোরেল (৪ কোটি)


নিলামে খরচ করতে পারবে- ৭৩ কোটি রুপি


রাজস্থান রয়্যালস- 



রিটেইন- সাঞ্জু স্যামসন (১৮ কোটি), যশস্বী জয়সাওয়াল (১৮ কোটি), রিয়ান পরাগ (১৪ কোটি), ধ্রুব জুরেল (১৪ কোটি), শিমরান হেটমায়ার (১১ কোটি), সন্দীপ শর্মা (৪ কোটি)


নিলামে খরচ করতে পারবে - ৪১ কোটি রুপি


গুজরাট টাইটান্স-


রিটেইন- রশিদ খান (১৮ কোটি), শুভমান গিল (১৬.৫০ কোটি), সাই সুদর্শন (৮.৫০ কোটি), রাহুল তেওয়াতিয়া (৪ কোটি), শাহরুখ খান (৪ কোটি)।


নিলামে খরচ করতে পারবে- ৬৯ কোটি রুপি


লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-


রিটেইন- নিকোলাস পুরান (২১ কোটি), রবি বিষ্ণই(১১ কোটি), মায়াঙ্ক যাদব (১১ কোটি), মহসিন খান (৪ কোটি), আয়ুশ বাদোনি (৪ কোটি)


নিলামে খরচ করতে পারবে- ৬৯ কোটি ‍রুপি


পাঞ্জাব কিংস-


রিটেইন- শশাঙ্ক সিং (৫.৫ কোটি), প্রভসিমরান সিং (৪ কোটি)


নিলামে খরচ করতে পারবে- ১১০.৫ কোটি


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball