promotional_ad

ঢাকার প্রধান কোচ সুজন

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কদিন আগে মিকি আর্থারকে প্রধান কোচ হিসেবে বেছে নিয়েছে রংপুর রাইডার্স। প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আসা ঢাকা ক্যাপিটালসও রংপুরের মতো বিদেশি কোচের সন্ধ্যানেই ছিল। তবে শেষ মূহুর্তে বিদেশি কোচ নিয়োগ দেয়া থেকে সরে দাঁড়িয়েছে তারা। শেষ পর্যন্ত বিপিএলের এবারের মৌসুমের জন্য খালেদ মাহমুদ সুজনকে প্রধান কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।


কোচ হিসেবে বাংলাদেশের ক্রিকেটে বেশ চিরচেনা সুজন। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কোচিং করানো বাংলাদেশের সাবেক ক্রিকেটার বিপিএলেও কাজ করেছেন বিভিন্ন দলের হয়ে। ২০১৬ সালে তার অধীনে প্রথমবার শিরোপা ঘরে তুলেছিল ঢাকা ডায়নামাইটস। পরবর্তীতে অবশ্য বিপিএলে শিরোপা জেতা হয়নি সুজনের।


যদিও বিভিন্ন সময়ে খুলনা টাইগার্স, ঢাকা ডমিনেটর্স ও দুর্দান্ত ঢাকার প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অবশ্য আবাহনীর হয়ে বেশ কয়েকটি শিরোপা জেতার কীর্তি আছে তার। বাংলাদেশ জাতীয় দলেও কাজ করেছেন অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে। ২০১৯ সালে সুজনের অধীনে শ্রীলঙ্কা সফরে খেলেছিল বাংলাদেশ।



promotional_ad

বেশ কয়েক দফায় দেশের প্রধান কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করলেও পূর্ণ মেয়াদে সেই দায়িত্ব পাননি কখনই। এদিকে কদিন আগে বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন সুজন। পুরোদমে কোচিংয়ে মনোযোগ দিতে চাওয়া সুজনের নতুন চ্যালেঞ্জটা শুরু হচ্ছে ঢাকা ক্যাপিটালসকে।


বিপিএলের এবারের মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলতে দেখা যাবে মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, লিটন দাস, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাব্বির রহমানকে। বিদেশি হিসেবে খেলবেন জনসন চার্লস, স্টিফেন এসকানজি, শাহনেওয়াজ দাহানির মতো ক্রিকেটারদের।

ঢাকা ক্যাপিট্যালস


সরাসরি চুক্তি: মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম।


বিদেশি সরাসরি চুক্তি: জনসন চার্লস, স্টিফেন এসকানজি, শাহনেওয়াজ দাহানি, রিয়াজ হাসান, চতুরঙ্গা ডি সিলভা, জাহর খান, ফারমানউল্লাহ সাফি



ড্রাফট থেকেঃ লিটন দাস, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আবু জায়েদ রাহি, সাইম আইয়ুব, আমির হামজা, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাত হোসেন দিপু।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball