promotional_ad

মামুন-রিশাদদের নৈপুণ্যে ইনিংস ব্যবধানে জিতল রংপুর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বিপিএলে দল না পাওয়ায় 'আক্ষেপ' আছে মোসাদ্দেকের

২২ ডিসেম্বর ২৪
উদযাপনে ব্যস্ত মোসাদ্দেক হোসেন, ক্রিকফ্রেঞ্জি

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দুর্দান্ত সূচনা পেল রংপুর বিভাগ। চট্টগ্রাম বিভাগকে ইনিংস এবং ৮১ রানে হারিয়েছে আবদুল্লাহ আল মামুনের দল। বোলারদের নৈপুণ্যে দ্বিতীয় ইনিংসে চট্টগ্রামকে ১০৩ রানে অলআউট করার পর পরের ইনিংসে দলটিকে ৮৯ রানে গুঁটিয়ে দেয় তারা।


১৭০ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চট্টগ্রাম বিভাগ। প্রথম ওভারেই রংপুরকে উইকেট এনে দেন মুকিদুল ইসলাম মুগ্ধ। তাকে সজোরে হাঁকাতে গিয়ে মিড অনে নাঈম ইসলামের তালুবন্দী হন সাদিকুর রহমান (০)।


ইনিংসের ষষ্ঠ ওভারেই দ্বিতীয় উইকেট হারায় চট্টগ্রাম। এবার শরিফুল ইসলাম বিদায় করেন ১৮ বলে দুই রান করা সাব্বির হোসেন শিকদারকে। উইকেটের পেছনে ক্যাচটি লুফে নেন মিম মোসাদ্দেক। প্রতিরোধ গড়তে গিয়ে ব্যর্থ হন শাহাদাত হোসেন দিপু।


চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের বলে মিড উইকেটে ক্যাচ দিয়ে ফিরে যান ১৯ বলে ১১ রান করা দিপু। এর এক ওভার পর বিদায় নেন ইয়াসির আলী চৌধুরী রাব্বিও। আবদুল্লাহ আল মামুনের বলে লেগ বিফোর উইকেটের শিকার হওয়ার আগে ১৫ বলে চার রান করেন তিনি।



promotional_ad

বিশ ওভারের মধ্যে আরও তিনটি উইকেট হারায় চট্টগ্রাম। সাদ্দাম হোসেন ১৬, ইরফান শুক্কুর এবং আশরাফুল হাসান দুজনই শূন্য রানে ফিরে যান। মুগ্ধর দারুণ বোলিংয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সাদ্দাম।


একইভাবে আবদুল্লাহ আল মামুনের বলে ফিরে যান ইরফানও। আবদুল্লাহ আল মামুনের বলে তৃতীয় স্লিপে ক্যাচ তুলে দেন মোহাম্মদ আশরাফুল হাসান। এভাবে ৪৭ রান তুলতেই আট উইকেট হারায় দলটি।


এরপর ইরফান হোসেন এবং ইয়াসিন আরাফাত মিশু মিলে ৩৯ রানের জুটি গড়েন। এই দুজনকেই বোল্ড করেন ফেরান রিশাদ হোসেন। ৩৬ বলে ১৫ রান করেন ইরফান হোসেন। ২৩ বলে ২৬ রানের ইনিংস খেলেন মিশু।


সংক্ষিপ্ত স্কোর:


রংপুর বিভাগ (প্রথম ইনিংস)- ২৭৩/৯ ডিক্লে (৫৮ ওভার) (খালিদ ৬০, মোসাদ্দেক ৫৫*, রবিউল ৩৫, তানবীর ৩১, নাইম ২৬, রিশাদ ২০; ফাহাদ ৪/৬২, ইফতেখার ৩/২৫)।



চট্টগ্রাম বিভাগ (প্রথম ইনিংস)- ১০৩/১০ (৩৭.৫ ওভার) (সাদ্দাম ৩৪, সাদিকুর ২২, ইয়াসির ১৩; রিজওয়ান ২/১, শরিফুল ২/২২, মামুন ২/২২, মুগ্ধ ২/২৪, রিশাদ ২/২৪)।


চট্টগ্রাম বিভাগ (দ্বিতীয় ইনিংস)- ৮৯/১০ (৩২.১ ওভার) (মিশু ২৬, সাদ্দাম ১৬, ইরফান ১৫; মামুন ৩/১৯, রিজওয়ান ২/১৯, মুগ্ধ ২/২১)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball