promotional_ad

সাউথ আফ্রিকা সিরিজে স্পিন কোচের দায়িত্বে মুশতাক

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গত এপ্রিলে বাংলাদেশ দলের স্পিন কোচ হিসেবে নিয়োগ পান মুশতাক আহমেদ। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপসহ পাকিস্তান সফরেও বাংলাদেশ দলের সঙ্গে কাজ করেছেন পাকিস্তানি এই কোচ। যদিও চুক্তির মেয়াদ শেষ হওয়ার কারণে ভারত সফরে দেখা যায়নি।


যদিও সাউথ আফ্রিকা সিরিজ দিয়ে আবারও ফিরেছেন অভিজ্ঞ এই কোচ। তবে তার সঙ্গে লম্বা কোনো চুক্তিতে যায়নি বিসিবি। আপাতত সাউথ আফ্রিকা সিরিজেই বাংলাদেশের স্পিনারদের নিয়ে কাজ করবেন তিনি। তার সঙ্গে অন্য বেশ কয়েকটি দলের চুক্তি থাকায় তাকে পূর্ণ মেয়াদে পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ।



promotional_ad

এই কোচকে নিয়ে বিসিবির একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বলেছে, 'মুশতাক বাংলাদেশে ফিরেছে। শুধু এই সিরিজের জন্যই। আপাতত এই সিরিজেই কাজ করবেন। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমরা এখনও তার সঙ্গে কথা বলিনি।'


প্রোটিয়াদের বিপক্ষে সিরিজকে সামনে রেখে গত ১৬ অক্টোবর থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। তবে প্রধান কোচ ফিল সিমন্সের অধীনে শুক্রবার থেকেই অনুশীলন করছে বাংলাদেশ। শনিবার সিমন্সের সঙ্গে বাংলাদেশের ক্যাম্পে দেখা গেল মুশতাককেও।


এরপরই জল্পনা কল্পনা শুরু হয় আবারও কী লম্বা সময়ের জন্য দায়িত্ব পাচ্ছেন কি এই অভিজ্ঞ কোচ। কোচ হিসেবে বেশ অভিজ্ঞই বলা চলে মুশতাককে। তিনি ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ডের স্পিন বোলিং কোচের দায়িত্ব সামলেছেন। এরপর ২০১৪ সালে হয়েছিলেন পাকিস্তানের বোলিং পরামর্শক।



২০১৬ সালের মে পর্যন্ত এই দায়িত্বে থাকা মুশতাক ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের সহকারী কোচ ও স্পিন বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব নেন। আর ২০২০ সালের জুনে পাকিস্তান দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পান। এ ছাড়া বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ ও ঘরোয়া ক্রিকেটেও তাকে কোচিং করাতে দেখা গেছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball