ব্রুকের কাছ থেকে এমন ‘অতিমানবীয়’ ইনিংস আরও দেখতে চান রুট

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ব্রুকের শাস্তি বাড়াবাড়ি নয়, ধারণা মঈন আলীর
১৭ মার্চ ২৫
মুলতানে ৩১৭ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেছেন হ্যারি ব্রুক। পাকিস্তানের বিপক্ষে তার এই 'অতিমানবীয়' ইনিংসে মুগ্ধ হয়েছেন জো রুট। সতীর্থের কাছে এরকম ইনিংস আরও দেখতে চান ইংল্যান্ডর হয়ে টেস্টে সবচেয়ে বেশি রানের মালিক রুট।
প্রায় একশ স্ট্রাইক রেটে ট্রিপল সেঞ্চুরি! রুটের সঙ্গে ৪৫৪ রানের বিশ্বরেকর্ড জুটির অংশ। আরও বেশ কয়েকটি রেকর্ডে নিজের নাম জড়ানো হয়ে গেছে ব্রুকের। মুলতান টেস্টে তার ২৯টি চার ও তিনটি ছক্কায় সাজানো ইনিংসটিকে বিশেষভাবে মূল্যায়ন করছেন রুট।

ম্যাচে ক্যারিয়ার সেরা ২৬২ রানের ইনিংস খেলে আউট হন রুট। টেস্টে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রানের মাইলফলক গড়েন। তবুও ব্রুকের ইনিংসটি তার কাছে অনন্য। তার ধারণা, একদিন তাকে ছাড়িয়ে ইংল্যান্ডের রানের চূড়ায় পৌঁছে যাবেন ব্রুক।
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
মুলতান টেস্টের চতুর্থ দিন শেষে রুট বলেন, 'আশা করি তেমন কিছুই হবে (রুটের রান একদিন ছাড়িয়ে যাবেন ব্রুক)…। এমন একটি আবহ ও দল সবাই গড়তে চায়, যেখানে সবসময় উননতি হতেই থাকবে এবং ক্রমে আরও ভালো হয়ে উঠবে। চাওয়া থাকবে এরকম যে, ছেলেরা দলে আসবে এবং এই বিশ্বাস রাখবে যে তারা স্পেশাল কিছু করতে পারে…। ভবিষ্যতে যদি ছেলেরা রেকর্ড ভাঙতেই থাকে, তারা প্রচুর রান করবে এবং ইংল্যান্ডই তাতে উপকৃত হবে।'
'ওর ব্যাটিং একদম পরিপূর্ণ। উইকেটের চারপাশে খেলতে পারে। সিম বোলিং, স্পিন বোলিং, গতিময় বোলিং, সবই ভালো খেলতে পারে এবং রান করার জন্য এর চেয়ে ভালো রেসিপি আর কী হতে পারে! তাকে এরকম স্পেশাল কিছু করতে দেখে মোটেও অবাক হইনি এবং আমার মনে হয় না, এরকম ‘মনস্টার’ স্কোর তার নামের পাশে এটিই শেষবার দেখছি।'
ব্রুকের সঙ্গে রুটের সম্পর্ক অবশ্য বেশ পুরোনো। কেননা দুজনই ইয়র্কশায়ারে খেলেছে একসঙ্গে। ইংল্যান্ড দলের বাইরেও দুজনকে একসঙ্গে দেখা গেছে বহুবার। দুজনই নিজেদের ব্যাটিং সম্পর্কে খুব ভালো ধারণা রাখেন।
রুট আরও বলেন, 'ব্রুকির সঙ্গে খেলতে পছন্দ করি আমি। ইয়র্কশায়ারে ওর সঙ্গে প্রচুর খেলেছি এবং তাকে এই দলে আসতে দেথা ও টেস্ট ক্রিকেটে সহজেই মানিয়ে নিতে দেখা ছিল দারুণ। এক প্রান্তে দাঁড়িয়ে তার দাপুটে ব্যাটিং ও ৩০০ রান করতে দেখা ছিল সত্যি বলতে পরাবাস্তব একটা ব্যাপার। তার ইনিংসের বড় অংশ কাছ থেকে দেখা এবং এত বড় জুটি গড়া আমার দিক থেকেও ছিল চমৎকার।'