promotional_ad

২ বছর পর শ্রীলঙ্কা দলে রাজাপাকশে, বাদ পড়লেন শানাকা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার

১৪ ফেব্রুয়ারি ২৫
স্টিভ স্মিথকে আউট করে ওয়ানিন্দু হাসারাঙ্গার উল্লাস

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দলে জায়গা হয়নি দাসুন শানাকার। প্রায় দুই বছর পর শ্রীলঙ্কা জাতীয় দলে ফিরলেন ভানুকা রাজাপাকশে।


২০২৩ সালের জানুয়ারির পর থেকে জাতীয় দলে নেই ৩২ বছর বয়সী রাজাপাকশে। এবার অবশ্য দারুণ কোনও পারফরম্যান্স নিয়ে দলে ফিরেননি তিনি। শ্রীলঙ্কার মিডল অর্ডারে হিটার ব্যাটার দরকার হওয়ায় রাজাপাকশেকে ফিরিয়েছে তারা।



promotional_ad

সাম্প্রতিক সময়ে সেন্ট লুসিয়া কিংসের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলেছেন রাজাপাকশে। তবে দৃষ্টিনন্দন পারফরম্যান্স করতে পারেননি তিনি। তবুও তার সামর্থ্যের ওপর পুরোপুরি ভরসা করছে লঙ্কানরা।


ভারত সিরিজে ইনজুরির কারণে ছিটকে যান ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার বদলে দলে জায়গা করে নিয়েছিলেন জেফরি ভেন্ডারসে। এই সিরিজে ফিরছেন হাসারাঙ্গা। ভেন্ডারসেকেও স্কোয়াডে রেখে দেয়া হয়েছে।


একইভাবে দলে রেখে দেয়া হয়েছে পেস বোলিং অলরাউন্ডার চামিদু বিক্রমাসিংহকেও। শানাকা দলে না থাকায় ২২ বছর বয়সী এই অলরাউন্ডারকে ছাড়তে চায়নি শ্রীলঙ্কার নির্বাচকরা। দলে আছেন দীনেশ চান্দিমাল। এই ফরম্যাটে সেভাবে কিছু করতে না পারলেও ভারত সিরিজ থেকেই দলে আছেন এই ব্যাটার। টেস্টে দারুণ ফর্মের কারণেই তাকে রেখে দেয়া হয়েছে।



এদিকে ইনজুরির কারণে এই সিরিজে খেলা হচ্ছে না দিলশান মাদুশাঙ্কা এবং দুশমন্থ চামিরার। এই দুই পেসারই গত জুলাই থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে আছেন। ১৩ অক্টোবর শুরু হচ্ছে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড- চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, দিনেশ চান্দিমাল, আভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, জেফরি ভেন্ডারসে, চামিদু বিক্রমাসিংহে, নুয়ান থুসারা, মাথিশা পাথিরানা, বিনুরা ফার্নান্দো এবং আসিথা ফার্নান্দো।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball