promotional_ad

সীমিত ওভারেও ম্যাককালাম জাদু দেখাবেন, বিশ্বাস মালানের

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাদা পোশাকে ইংল্যান্ডের দায়িত্ব নিয়ে টেস্ট ক্রিকেটকেই আমুল বদলে দিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। এক সময়ের ধুঁকতে থাকা দলটিকে অন্যতম শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ম্যাককালামের প্রতিষ্ঠিত আগ্রাসী টেস্ট ক্রিকেটের স্বীকৃতি দেয়া হয়েছে 'বাজবল' নামে।


এবার ইংল্যান্ডের সীমিত ওভারের দলেরও দায়িত্ব দেয়া হয়েছে ম্যাককালামের কাঁধে। তার কোচিংয়ে ইংল্যান্ড দল পুনরুজ্জীবিত হবে বলে মনে করেন সাবেক ইংলিশ ব্যাটার ডেভিড মালান। ঘরের মাঠে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড।


এরপর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাও ঘরে তুলেছে তারা। মূলত এই বিশ্ব আসরের পর থেকেই সীমিত ওভারের ক্রিকেটে পারফরম্যান্সের ধারাবাহিকতা হারিয়েছে দলটি। ২০২৩ বিশ্বকাপে প্রথম পর্বই পার হতে পারেনি দলটি। আর সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমি ফাইনাল থেকে বিদায় হয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের।



promotional_ad

এমন ব্যর্থতায় সীমিত ওভারের ক্রিকেট থেকে সরে দাঁড়ান দলটির প্রধান কোচ ম্যাথু মট। এরপর বাধ্য হয়েই ম্যাককালামকে তিন ফরম্যাটেরই প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়। আগামী জানুয়ারিতে ভারত সফর দিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে কাজ শুরু করবেন সাবেক এই কিউই ব্যাটার।


ম্যাককালামের প্রতি নিজের প্রত্যাশার কথা জানিয়ে মালান বলেছেন, 'দল পুনর্গঠন ও লেগ্যাসি তৈরিতে এবং খেলোয়াড়দের বেড়ে ওঠা ও সফল হওয়ার জন্য সঠিক পথ তৈরিতে ম্যাককালাম দুর্দান্ত। টেস্ট দলের কোচ হিসেবে তিনি দারুণ কাজ করেছেন।'


ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটে পরিবর্তন আনতে সিনিয়র ক্রিকেটারদের সামনে  থেকে পারফর্ম করতে হবে, সেটা মনে করিয়ে দিয়েছেন মালান। সেই সঙ্গে তরুণ ক্রিকেটারদেরও পারফর্মের সুযোগ তৈরি করে দেয়ার আহ্বান জানিয়েছেন সাবেক এই ইংলিশ ব্যাটার।


মালান বলেছেন, 'আশা করি, সাদা বলেও তিনি তার জাদু দেখাতে পারবেন এবং বড় বড় ক্রিকেটারদের আবার রানে ফেরাতে পারবেন। আপনি তরুণদের নিয়ে যা খুশি বলতে পারেন…কিন্তু সিনিয়র খেলোয়াড়রা যদি পারফর্ম করতে না পারে, তাহলে ক্রিকেটে ম্যাচ জিততে পারবেন না।'



সাদা বলে পুনরায় বিশ্বসেরা হতে তরুণ ও অভিজ্ঞদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল গড়ার পরামর্শ দিয়েছেন মালান। তিনি বলেন, 'দল পুনর্গঠন করতে এবং সাদা বলের ক্রিকেটে আবারও বিশ্বের সেরা দলগুলোর একটি হয়ে ওঠার জন্য ইংল্যান্ডের মানসম্পন্ন ক্রিকেটার আছে। কোন খেলোয়াড়কে সুযোগ দিতে হবে এবং কোন সিনিয়র খেলোয়াড়দের ধরে রাখতে হবে, এসব ঠিকঠাক মতো করে দলের ভারসাম্য খুঁজে বের করতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball