প্রিমিয়ার লিগ মাতিয়ে বাছাইপর্বের স্কোয়াডে জান্নাতুল-ইশমা-রিতু

ছবি: জান্নাতুল ফেরদৌস সুমনা (বাঁয়ে) ও ইশমা তানজিম, ফাইল ফটো

ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে ১৫ সদস্যের এই স্কোয়াডে বাদ পড়েছেন মুর্শিদা খাতুন, সুলতানা খাতুন এবং তাজ নেহার। পায়ের চোটে বাদ পড়েছেন লতা মন্ডল। তাদের জায়গায় স্কোয়াডে সুযোগ পেয়েছেন জান্নাতুল ফেরদৌস সুমনা, ইশমা তানজিম এবং রিতু মনি। এদের মধ্যে জান্নাতুল-রিতু স্কোয়াডে ফিরলেও প্রথমবার ডাক পেয়েছেন ইশমা।
ব্যাটিং ব্যর্থতায় হোয়াইটওয়াশ বাংলাদেশ
১ ফেব্রুয়ারি ২৫
সর্বশেষ নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটের চ্যাম্পিয়ন দল শেল্টেক ক্রিকেট একাডেমির হয়ে খেলেছেন জান্নাতুল এবং ইশমা। এই দুজনের ডাক পাওয়াটা একেবারেই অবাক করার মতো নয়। অফস্পিনার জান্নাতুল নিয়েছেন লিগের সর্বোচ্চ ২১ উইকেট।

আর ব্যাট হাতে সাত ম্যাচে ৩৩৬ রান করেছেন ইশমা। গুলশান ইয়ুথ ক্লাবের হয়ে খেলা রিতুর ছিল অলরাউন্ড পারফরম্যান্স। আট ম্যাচে ১৮ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ১৬৩ রান করেন তিনি।
পাকিস্তানের লাহোরে ৫ এপ্রিল শুরু হবে নারী বিশ্বকাপ বাছাইপর্ব। চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। এই উপলক্ষে আগামী ৩ এপ্রিল দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং থাইল্যান্ডের নারী দলের সঙ্গে লড়তে হবে বাংলাদেশকে। এদের মধ্যে দুই ফাইনালিস্ট দল জায়গা পাবে বিশ্বকাপে।
বাংলাদেশ নারী স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ইশমা তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার, স্বর্ণা আক্তার, সোবহানা মোস্তারি, জান্নাতুল ফেরদৌস, রাবেয়া আক্তার, ফাহিমা খাতুন, ফারিহা আক্তার, ফারজানা হক, সানজিদা আক্তার, মারুফা আক্তার ও রিতু মনি।