সাকিবের অবসরের সিদ্ধান্তে অবাক হাথুরুসিংহে

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে কানপুর টেস্টে ভারতের জয় যেন ভারতের অবধারিতই ছিল। অন্তত ভারতের অভিব্যক্তিতে তাই বোঝা গেছে। দেশটির গণমাধ্যমেরও তাই এই সিরিজের ফলাফল নিয়ে খুব একটা আগ্রহ ছিল না। তবে আগ্রহের শীর্ষে ছিলেন সাকিব আল হাসান।
এই কানপুর টেস্টের আগেই টি-টোয়েন্টি ও টেস্টকে বিদায় বলেছেন সাকিব। এই অলরাউন্ডারের টি-টোয়েন্টি থেকে বিদায়টা শর্ত সাপেক্ষ হলেও টেস্টের বিদায়টা ছিল পূর্বঘোষিত। কারণ দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে সাদা পোশাক তুলে রাখার ইচ্ছের কথা জানিয়েছিলেন তিনি।

সাকিবের বিদায় ঘোষণার পরই চলছে জল্পনা কল্পনা। তিনি কী বাংলাদেশের মাটিতে এসে বিদায়ী টেস্ট খেলতে পারবেন? এর চেয়ে বড় প্রশ্ন বাংলাদেশ কী দুই ফরম্যাটের ক্রিকেটে সাকিবের বিকল্প তৈরি করতে পেরেছে। কারা হতে পারেন সাকিব পরবর্তী কান্ডারী। তা নিয়েই আলোচনা চলছে।
কানপুরেও এই প্রশ্নের উত্তর দিতে হলো বাংলাদেশ দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে। তিনি জানিয়েছেন, এই ভাবনা সবসময়ই করতে হয় বাংলাদেশকে। এই কোচ বলেন, ‘আমি মনে করি, সাকিব না থাকলে কি হবে, সে ভাবনা তো সব সময়ই আছে, বিশেষ করে সে এখন তাঁর ক্যারিয়ারের শেষ অধ্যায়ে আছে।’
আর সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে চাওয়াতেও অবাক হয়েছেন বাংলাদেশ কোচ। তিনি বিস্ময়ের সঙ্গে বলেছেন, ‘সাউথ আফ্রিকাকে সাকিব তার সে শেষ সিরিজ বলায় আমরা সবাই অবাক হয়েছি। আর আপনি তো সাকিবের মতো হুবহু বিকল্প খুঁজে পাবেন না।’
এদিকে বিসিবির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে সাকিবের জন্য আলাদাভাবে নিরাপত্তার ব্যবস্থা করতে পারবে না তারা। নিরাপত্তার বিষয়টি তাদের হাতে নেই। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘নিরাপত্তার বিষয়টি আমাদের হাতে নেই। তাঁকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। বোর্ড থেকে এ ব্যাপারে কিছু বলতে পারব না। নির্দিষ্ট একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নেই বিসিবির।’
নিরাপত্তা ঝুঁকি থাকলেও সাউথ আফ্রিকার বিপক্ষে সাকিবের খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না হাথুরুসিংহে। তিনি বলেছেন, ‘আমি যতটুকু জানি, সে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবে।'