ম্যাচ জেতার পরিকল্পনা চতুর্থ দিনই করে রেখেছিল ভারত

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
চেন্নাই টেস্টে জিতে সিরিজে আগেই এগিয়ে ছিল ভারত। কানপুরে টেস্টে টাইগারদের ৭ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের বাকি আনুষ্ঠানিকতা সেরেছে স্বাগতিকরা। যদিও প্রথম তিন দিনে বৃষ্টির কারণে কানপুরে খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার।
সবাই ভাবছিলেন ম্যাচটি নিশ্চিত ড্রয়ের দিকেই এগোচ্ছে। কিন্তু দুই দিনে দুইবার অল আউট হয়ে বাংলাদেশ অবিশ্বাস্যভাবে ম্যাচ হেরে গেল। ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও সিরিজ সেরা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন চতুর্থ দিন মধ্যাহ্নভোজের বিরতির পরই তারা ম্যাচ জেতার পরিকল্পনা করে ফেলেছিলেন।

নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে রোহিত বলেছেন, 'আমরা ভাবছিলাম খেলাটা কীভাবে এগিয়ে নেওয়া যায়। আড়াই দিনের বেশি বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেলে চতুর্থ দিনে চেয়েছি ওদের দ্রুত গুটিয়ে দিতে। লাঞ্চের পর যখন ২৩০ রানে ওদের আটকে দেই আমরা চেয়েছি দ্বিতীয় ইনিংসে ওদের অলআউট করার জন্য পর্যাপ্ত ওভার রাখা।'
প্রথম ইনিংসে বাংলাদেশকে ২৩৩ রানে আটকে দেয়ার পর টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করে ৫২ রানের লিড নিশ্চিত করে ভারত। এরপর দ্বিতীয় ইনিংসে দ্রুত গুটিয়ে দেয়ার লক্ষ্যে নামে তারা। চতুর্থ দিনই দুই উইকেট ফেলে দিয়ে কাজটা এগিয়ে রেখেছিল তারা।
পঞ্চম দিনের প্রথম ঘন্টাতেই বাংলাদেশের বাকি ৮ উইকেট তুলে নিয়ে মাত্র ৯৫ রানের লক্ষ্য নিশ্চিত করে স্বাগতিকরা। ইয়াসভি জায়সাওয়ালের হাফ সেঞ্চুরি ও বিরাট কোহলির অপরাজিত ২৯ রানে বেশ স্বাচ্ছন্দ্যেই জয় তুলে নেয় ভারত। অশ্বিন জানিয়েছেন চতুর্থদিনই রোহিত তাদের বলেছিলেন ৮০ ওভারের মধ্যে বাংলাদেশকে অল আউট করে দিতে।
অশ্বিন বলেন, 'গতকাল যখন ওদের গুটিয়ে দিলাম। রোহিত এসে বলল আমাদের ৮০ ওভার দরকার ওদের অলআউট করার জন্য। (যে চিন্তার আগ্রাসী ব্যাটিং)। আমাদের চিন্তা ছিলো ওদের ২৩০ রানের ভেতর আটকে রাখলেও চলবে। রোহিত নেমেই প্রথম বলে ছক্কা মারল, সে টোন সেট করে দিল।'
বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অল আউট করে দেয়ার কৃতিত্ব জসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজাকে দিলেন অশ্বিন। তিনি বলেছেন, 'আমাদের যেরকম বোলিং আক্রমণ আছে তার অংশ থাকতে পারা গর্বিত। জেসি (জাসপ্রিট বুমরাহ) যেভাবে বল করল, সিরাজ যেভাবে অংশ নিল, আকাশ যেভাবে অবদান রাখল। জাড্ডুকে (জাদেজা) নিয়ে বলার কিছু নেই।'