promotional_ad

কানপুর টেস্টের দ্বিতীয় দিন মাঠেই নামতে পারল না বাংলাদেশ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কানপুর টেস্টের দ্বিতীয় দিনও বৃষ্টির বাধায় পড়েছে দুই দল। প্রথম দিনে বৃষ্টির কারণে হয়েছে মোটে ৩৫ ওভার। দ্বিতীয় দিন খেলা শুরু হওয়া নিয়েই শঙ্কা দেখা দেয়। বৃষ্টির পরিমাণ বেড়েই চলছিল। শেষ পর্যন্ত পরিত্যক্ত হয় দ্বিতীয় দিনের খেলা।


প্রথম দিনের ক্ষতি পুষিয়ে নিতে শনিবার ত্রিশ মিনিট আগে শুরু হওয়ার কথা ছিল খেলা। বৃষ্টির বাগড়া পেরিয়ে দিনের পরের সময়ে খেলা হওয়ার আশায় টিম হোটেল থেকে মাঠে আসে দুই দল। যদিও ড্রেসিং রুমে অলস সময় পার করে তারা। প্রথম সেশন ইতোমধ্যেই ভেস্তে গেছে।



promotional_ad

মাঝে কিছুটা সময় বৃষ্টি বন্ধ হলেও তারপর আবার বৃষ্টি হয়। মাঠকর্মীদের সঙ্গে কথা বলে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। এর আগে তীব্র বৃষ্টির কারণে কানপুর টেস্টের প্রথম দিন খেলা হয়েছে কেবল ৩৫ ওভার।


এদিন বৃষ্টির পেটেই যায় ৫৫ ওভারের মতো। স্বল্প সময়ে কেবল প্রথম সেশনটাই ঠিকমতো হতে পেরেছে। গতকাল বাংলাদেশ করেছে তিন উইকেটে ১০৭ রান। দ্বিতীয় দিন শুরু করবেন মুমিনুল হক এবং মুশফিকুর রহিম।


মুমিনুল আছেন ৪০ রানে, সঙ্গী মুশফিক আছেন ছয় রানে। জাকির হাসান শূন্য, সাদমান ইসলাম ২৪ এবং নাজমুল হোসেন শান্ত ৩১ রানে ফিরে গেছেন।



সংক্ষিপ্ত স্কোর-


বাংলাদেশ (প্রথম ইনিংস)- ১০৭/৩ (৩৫ ওভার) (জাকির ০, সাদমান ২৪, মুমিনুল ৪০*, শান্ত ৩১, মুশফিক ৬*)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball