promotional_ad

এবার জিম-আফ্রো টি-টেন লিগে খেলবেন রিশাদ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন। বাংলাদেশের হয়ে ১৪ উইকেট নেয়ার কদিন পর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে দল পেয়েছিলেন তিনি। টরেন্টো ন্যাশনালসের হয়ে খেলার কথা থাকলেও ভিসা জটিলতায় শেষ পর্যন্ত কানাডায় যাওয়া হয়নি বাংলাদেশের এই লেগ স্পিনারের। কদিন আগে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশেও দল পেয়েছেন রিশাদ।


সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন তরুণ এই লেগ স্পিনার। এবার আরও একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ডাক পড়ল রিশাদের। গত বছর প্রথমবার মাঠে গড়ানো জিম-আফ্রো টি-টেন লিগে হারারে বোল্টসের হয়ে খেলবেন তিনি। ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে রিশাদকে দলে নিয়েছে হারারে।


বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এবারের আসরের ড্রাফটের আগে দল পেয়েছেন তিনি। রিশাদ ছাড়া অবশ্য হারারের হয়ে খেলবেন শ্রীলঙ্কার দাসুন শানাকা, সেহান জয়াসুরিয়া, নিউজিল্যান্ডের জেমস নিশাম, স্কটল্যান্ডের জর্জ মানজি এবং ওয়েস্ট ইন্ডিজের কেনার লুইস। যেখানে শানাকা গ্লোবাল সুপারস্টার এবং নিশাম সরাসরি চুক্তি করেছেন আইকন ক্রিকেটার হিসেবে।


জিম-আফ্রো টি-টেন লিগে বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে খেলেছেন তাসকিন আহমেদও। টুর্নামেন্টের প্রথম আসরে সাউদার্ন ব্রেভসের হয়ে খেলেছিলেন তিনি। এদিকে ২১ সেপ্টেম্বর পর্দা ‍উঠবে এবারেরর আসরের। যার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ সেপ্টেম্বর। এর আগে ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। 



promotional_ad

ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে ৬ দলের স্কোয়াড:


হারারে বোল্টস: দাসুন শানাকা (শ্রীলঙ্কা), জেমস নিশাম (নিউজিল্যান্ড), জর্জ মানজি (স্কটল্যান্ড), রিশাদ হোসেন (বাংলাদেশ), সেহান জয়াসুরিয়া (শ্রীলঙ্কা), কেনার লুইস (ওয়েস্ট ইন্ডিজ)


বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্স- ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কার্লোস ব্রাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ), নিক হবসন (অস্ট্রেলিয়া), কব হার্ফ্ট (অস্ট্রেলিয়া)


ডারবান উলভস- কলিন মুনরো (নিউজিল্যান্ড), মার্ক চ্যাপম্যান (নিউজিল্যান্ড), উইল স্মিদ (ইংল্যান্ড), শারজিল খান (পাকিস্তান), মোহাম্মদ ইরফান (পাকিস্তান), ইয়াসির শাহ (পাকিস্তান)


কেপ টাউন স্যাম্প আর্মি- হায়দার আলী (পাকিস্তান), ডেভিড উইলি (ইংল্যান্ড), ডেভিড মালান (ইংল্যান্ড), গুলবাদিন নাইব (আফগানিস্তান), কাইস আহমেদ (আফগানিস্তান), অ্যাডাম রসিংটন (ইংল্যান্ড), শাহনেওয়াজ দাহানি (পাকিস্তান)



এনওয়াইএস লাগোস: ব্লেসিং মুজারাবানি (জিম্বাবুয়ে), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), আসিফ আলী (পাকিস্তান), নাজিবউল্লাহ জাদরান (আফগানিস্তান), বিনুরা ফার্নান্দো (শ্রীলঙ্কা), অখিলেশ বগুদাম (যুক্তরাষ্ট্র), ওশানে থমাস (ওয়েস্ট ইন্ডিজ)


জো’বার্গ বাংলা টাইগার্স- ক্রিস লিন (অস্ট্রেলিয়া), কুশাল পেরেরো (শ্রীলঙ্কা), চারিথ আসালাঙ্কা (শ্রীলঙ্কা), হযরতউল্লাহ জাজাই (আফগানিস্তান), অ্যাডাম মিলনে (নিউজিল্যান্ড), লুক উড (ইংল্যান্ড), করিম জানাত (আফগানিস্তান)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball