promotional_ad

ইংল্যান্ডের সীমিত ওভারের নতুন কোচ ম্যাককালাম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের টেস্টের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়ে দলটিকে আকাশচুম্বী সাফল্য এনে দিয়েছেন ব্র্যান্ডন ম্যাককালাম। তিনি টেস্ট ক্রিকেটের ধারাই যেন পালটে দিয়েছেন। টেস্টে ইতিবাচক সাফল্যের পর এই কিউই কোচকে সীমিত ওভারের প্রধান কোচের দায়িত্ব দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।


বেশ কয়েক মাস ধরেই সীমিত ওভারের ক্রিকেটে প্রত্যাশা অনুযায়ী সাফল্য পাচ্ছে না ইংল্যান্ড। ফলে চাপের মুখেই ছিলেন সীমিত ওভারের কোচ ম্যাথু মট। গত জুলাইয়ে তিনি ইংল্যান্ডের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন।অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিল মটের সহকারী ও দেশটির সাবেক ওপেনার মার্কাস ট্রেসকোথিককে।



promotional_ad

এবার হুট করেই ম্যাককালামকে রঙিন পোশাকের প্রধান কোচ হিসেবে ঘোষণা করেছে ইংল্যান্ড। মটের পদত্যাগের পরই ইসিবির ক্রিকেট পরিচালক রব কি জানিয়েছিলেন পূর্ণকালীন মেয়াদের জন্য কোচের খোঁজে রয়েছেন তারা। সেই সময় ম্যাককালামকেই প্রধান কোচের দায়িত্ব দেয়ার পরামর্শ দিয়েছিলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগান।


তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'আমার চোখে এই মুহূর্তে আপনি রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং, স্টিফেন ফ্লেমিং ও ব্রেন্ডন ম্যাককালামের দিকে যাবেন। এটি বলছি কারণ আমি বিশ্বাস করি, সে (ম্যাককালাম) বিশ্বের সেরা কোচদের একজন। দেখতেই পাচ্ছেন, ইংল্যান্ড টেস্ট দলের হয়ে সে কী করেছে।'


এবার হয়েছেও তাই ম্যাককালামকেই কোচ হিসেবে ঘোষণা করেছে ইসিবি। তারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগামী বছরের জানুয়ারি থেকে সাদ ও রঙিন পোশাকের দুই দলের দায়িত্ব সামলাবেন ম্যাককালাম। তার সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি নবায়ন করেছে ইংল্যান্ড।



অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ ও চলতি বছরের শেষে হওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ড দলের দায়িত্বে থাকবেন ভারপ্রাপ্ত কোচ মার্কাস ট্রেসকোথিক। কদিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলেছে ইংল্যান্ড। এই সিরিজ শেষে ছুটিতে গেছেন ম্যাককালাম। অক্টোবরে পাকিস্তান সিরিজের আগে তিনি আবার টেস্ট দলের সঙ্গে যোগ দেবেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball