promotional_ad

সবাই বিশ্বাস করি আমরা যেকোন সময় ঘুরে দাঁড়াতে পারি: শান্ত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের পেসারদের দাপটে তৃতীয় দিন ধস নেমেছিল বাংলাদেশের ব্যাটিং অর্ডারে। তবে লিটন দাসের সেঞ্চুরির সঙ্গে মেহেদী হাসান মিরাজের পঞ্চাশ ও হাসান মাহমুদের কার্যকরী ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। ২৬ রানে ৬ উইকেট হারানোর পরও শেষ পর্যন্ত রাওয়ালপিন্ডিতে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, দলের সবাই বিশ্বাস করে তারা যেকোন সময় ঘুরে দাঁড়াতে পারে।


রাওয়ালপিন্ডিতে ৬ উইকেটে ৪৪৮ রানে তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। জবাব দিতে নেমে ২১৮ রান তুলতেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। তখনও স্বাগতিকদের চেয়ে ২৩০ রানে পিছিয়ে ছিল সফরকারীরা। এমন অবস্থায় লিটন দাসের সঙ্গে জুটি গড়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মুশফিকুর রহিম। হাফ সেঞ্চুরি করা লিটন ফিরলেও মেহেদী হাসান মিরাজের সঙ্গে গড়েছেন ১৯৫ রানের জুটি।



promotional_ad

সবমিলিয়ে সাদমান ইসলামের ৯৩, মুমিনুল হকের ৫২, লিটনের ৫৬, মিরাজের ৭৮ এবং মুশফিকের ১৯১ রানের ইনিংসে লিডের দেখা যায় বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্টেও খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাস্য এক টেস্ট জয়ের গল্প লিখেছে টাইগাররা। ২৬ রানে ৬ উইকেট হারানোর পর লিটনের সেঞ্চুরি ও মিরাজের হাফ সেঞ্চুরিতে সমানে সমানে লড়াই করে। এরপর পেসারদের কল্যাণে পাকিস্তানকে অল্পতেই আটকে দেয় বাংলাদেশ।


বিশ্বাসের ভেলায় চড়েই এমনভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব হয়েছে বলে জানান শান্ত। বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে বিশ্বাস। আমাদের সব ক্রিকেটার বিশ্বাস করে আমরা যেকোন সময় ক্যামব্যাক করতে পারি। আপনি জানেন আমাদের ব্যাটিং গভীরতা এত বেশি যে মিরাজ ৮ নম্বরে ব্যাটিং করতে আসে। আমরা সবাই বিশ্বাস করি যদি কেউ একজন থিতু হয় তাহলে আমরা বড় রান করতে পারব।’


বিনা উইকেটে ১০ রান নিয়ে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ পরের ১৬ রান করতেই ৬ উইকেট হারায়। একে একে সাজঘরে ফেরেন জাকির হাসান, সাদমান, মুমিনুল, শান্ত, মুশফিক, সাকিব আল হাসানরা। এমন কঠিন অবস্থায় খানিকটা নার্ভাস হলেও নিজেদের মাঝে বিশ্বাস ছিল বলে জানান শান্ত। সেই সঙ্গে ব্যাটিংয়ে নামার সময় মিরাজ জানিয়েছিলেন, লিটন ও তিনি মিলে বাংলাদেশকে পথ দেখাতে পারবেন। পেছনের এমন গল্পও শুনিয়েছেন শান্ত।



তিনি বলেন, ‘৬ উইকেট হারানোর পর আমি আগেই বললাম আমরা এখনও বিশ্বাস করি। ব্যাটিংয়ে যাওয়ার আগে সে(মিরাজ) একটা বিষয় বলেছিল সে এবং লিটন দলের জন্য কাজটা করতে পারবে। তারা দুজন আগেও করেছে কিন্তু এটা অবিশ্বাস্য। তাদের যে বিশ্বাস আছে এবং ড্রেসিং রুম একেবারে ভিন্ন। আমি মিথ্যা বলব না কারণ আমরা অনেকটা পিছিয়ে ছিলাম এবং নার্ভাস ছিলাম ওই সময়। লিটন এবং মিরাজ যেভাবে ব্যাটিং করেছে...১০-১৫ ওভার পর আমরা ভালো অবস্থায় ছিলাম এবং বিশ্বাস করতে শুরু করি তারা আমাদের ভালো অবস্থায় নিয়ে যাবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball