promotional_ad

ঐতিহাসিক জয়ের পর সাকিব-মুশফিকের প্রশংসায় হার্শা ভোগলে

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০০৭ সালে বাংলাদেশের ক্রিকেটের নতুন যুগের সূচনা হয়েছিল। তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের হাত ধরে বাংলাদেশের ক্রিকেট নতুন সম্ভাবনা তৈরি করেছিল। এরপর তারা বাংলাদেশের ক্রিকেটকে অনেক ঐতিহাসিক মুহূর্ত এনে দিয়েছেন।


কোনো বৈশ্বিক টুর্নামেন্ট জেতাতে না পারলেও বড় দলগুলোর বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ বা টেস্ট সিরিজে দারুণ সব নৈপুণ্যে ঐতিহাসিক সব জয় এনে দিয়েছেন বাংলাদেশকে। তারা এখন ক্যারিয়ারের সায়াহ্নে। এর মধ্যে অনেকেই বিভিন্ন ফরম্যাট থেকে অবসর নিয়েছেন।



promotional_ad

মুশফিকুর রহিম টি-টোয়েন্টি খেলেন না। মাহমুদউল্লাহ রিয়াদ খেলেন না টেস্ট। সাকিব তিন ফরম্যাটে খেললেও ক্যারিয়ারের সেরা ফর্মে নেই। তবে বাংলাদেশ দল এখন তরুণদের পারফরম্যান্সেও জিততে শিখেছে। সীমিত ওভারের ক্রিকেট থেকে টেস্ট ক্রিকেট মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, লিটন দাসরাই এখন বাংলাদেশের অন্যতম ভরসার প্রতিক।


এই তারুণ্য নির্ভর দল নিয়েই পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজ জিতেছে বললে ভুল হতে পারে। পাকিস্তানের মতো পরাক্রমশালী দলকে হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছে। আজ সাকিব-মুশফিকরা দাঁড়িয়ে থেকে বাংলাদেশের ইতিহাস গড়া জয় দেখলেন।


যে সাকিব ২০০৭ সালে বিশ্বকাপে হাফ সেঞ্চুরি করে ভারতের বিপক্ষে অবিস্মরণীয় জয়ের সাক্ষী ছিলেন এবার তার উইনিং শটেই এসেছে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়। ভারতের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে মনে করেন ভারতের বিপক্ষে সেই জয়ের পর এটাই বাংলাদেশের অন্যতম গর্বের মুহূর্ত।



সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হার্শা ভোগলে লিখেছেন, ‘বাংলাদেশ গর্ব করার মত মুহূর্ত অল্প কিছুই পেয়েছে। ২০০৭ বিশ্বকাপে ভারতকে হারানোর চেয়ে বেশি খুব একটা পায়নি। কী দারুণ ব্যাপার, তখনকার দুই বাচ্চা ছেলে সাকিব এবং মুশফিক, এবার নিজেদের ইতিহাসের সেরা টেস্ট সিরিজ জয়টা ক্রিজে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে দাঁড়িয়ে থেকেই দেখল।’


দেশের বাইরে এখনও পর্যন্ত তিনটি টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০০৯ সালে ক্যারিবিয়ান সফরে গিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছিল বাংলাদেশ। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজ জয় আর এবার পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়। এই জয়গুলোতে দুটো নাম খুবই কমন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তাই ঐতিহাসিক মুহূর্তে সাকিব-মুশফিকের নাম নেয়া অমূলক নয় হার্শার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball