promotional_ad

হাসানকে নিয়ে পাকিস্তানের লিড কমাতে চেয়েছিলেন লিটন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২৬ রানে ৬ উইকেট হারানোর বাংলাদেশকে পথ দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। ১৬৫ রানের জুটিতে বিপদও কাটিয়েছেন তারা দুজন। ৭৮ রানের ইনিংস খেলে মিরাজ ফেরার পর দ্রুতই সাজঘরের পথে হাঁটেন তাসকিন আহমেদও। দ্রুত দুই উইকেট হারিয়ে আবারও বিপাকে পড়ার শঙ্কা জাগে বাংলাদেশ। তাসকিন যখন আউট হয়ে ফেরেন তখন সফরকারীদের রান ৮ উইকেটে ১৯৩। তখনও পাকিস্তানের চেয়ে ৮১ রানে পিছিয়ে ছিল নাজমুল হোসেন শান্তর দল।


এমন অবস্থায় ৮৩ রানে অপরাজিত থাকা লিটনকে সঙ্গ দিতে উইকেটে আসেন হাসান মাহমুদ। খুররম শেহজাদ, মীর হামজাদের বিপক্ষে হাসান বেশ সাবলীল ব্যাটিং করছিলেন। যার ফলে অনায়াসে সেঞ্চুরিও তুলে নেন লিটন। একশ ছোঁয়ার পর দ্রুত রান তোলার চেষ্টা করেন বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটার। দুজনে মিলে যোগ করেন ৬৯ রান। যেখানে ৫১ বলে ১৩ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন হাসান।



promotional_ad

যদিও লিটন জানিয়েছেন, হাসান যখন ব্যাটিংয়ে আসেন তখন রক্ষণাত্বক মেজাজে খেলার পরিকল্পনা করেন। যার বড় একটা কারণ ছিল লিটনের ক্ষেত্রে বেশিরভাগ ফিল্ডারই ছিলেন সীমানার কাছে। তবে দারুণ ব্যাটিংয়ে লিটনের কাজ সহজ করে দিয়েছেন হাসান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার জানান, পাকিস্তানের লিড কমানোর আশায় হাসানের সঙ্গে এক-দুই রান নেয়ার পরিকল্পনা করে ব্যাটিং করছিলেন।


এ প্রসঙ্গে লিটন বলেন, ‘একটা জিনিস ছিল হাসান যখন আসে তখন আমি ডিফেন্সিভ মাইন্ডসেটে চলে গেছিলাম। কারণ আমার বেলা সব ফিল্ডারই বাইরে। আমার কোন সুযোগই নাই ওখান থেকে বাউন্ডারি বা কোন কিছু বের করা। হাসানকে কৃতিত্ব দিতে হবে সে আমাকে অনেকক্ষণ খেলার সুযোগ করে দিয়েছে। আমার কাছে মনে হয় হাসানের সঙ্গে যা কথা হয়েছিল যতক্ষণ আমরা উইকেটে থাকব এক-দুই রান করে কিছুটা আগাবে। যত রান আগাবে তাদের লিড পরিমাণ ততটা কমবে। ওই পরিকল্পনায় আমরা ব্যাটিং করেছিল।’


প্রথম ইনিংসে ১২ রানের লিড পেয়ে শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ৯ রানে ২ উইকেট হারিয়েছে পাকিস্তান। বাংলাদেশের চেয়ে ২১ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন ব্যাটিংয়ে নামবেন শান মাসুদরা। এদিকে রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দুই দিনে বাগড়া দিতে পারে বৃষ্টি। যদিও সেটা খুব বেশি মাথায় রাখছেন না লিটন। বরং পরদিন সকালে পাকিস্তানের উইকেট তুলে নিয়ে মোমেন্টাম নিজেদের দিকে নিয়ে ম্যাচ জেতার আশা করছেন তিনি।



লিটন বলেন, ‘দেখুন, বৃষ্টি জিনিসটা তো আমার হাতে নাই। আমরা যদি আগামীকাল সকালের দিকে খুব ভালো বোলিং করি যেকোন কিছুই হতে পারে। উইকেটে নতুন বলে অনেকখানি সুবিধা আছে। যদি আবার আমরা আর্লি ব্রেক থ্রু দিতে পারি, ওই মোমেন্টাম যদি আমাদের হাতে চলে আসে একবার। তাহলে আমরা সহজেই কামব্যাক করতে পারব এখান থেকে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball