promotional_ad

পরিকল্পনা করেই শ???িককে আউট করেছেন, জানালেন তাসকিন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টেস্ট থেকে তাসকিন আহমেদের অনির্দিষ্টকালের বিরতি শেষ হচ্ছে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে। সেটা আগে থেকেই জানা ছিল। ফিরেই বল হাতে যেন জাদু দেখিয়েছেন এই ডানহাতি পেসার। ৫৭ রানে প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়ে তিনি বাংলাদেশের অন্যতম সেরা বোলার।


একে একে আউট করেছেন আব্দুল্লাহ শফিক, সাউদ শাকিল ও আঘা সালমানকে। বিশেষ করে শফিককে আউট করতে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন তিনি। টসে জিতে বোলিং নিয়ে প্রথম ওভারেই তাসকিনের হাতে বল তুলে দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত।



promotional_ad

প্রথম পাঁচ বলে কোনো রানই খরচ করেননি এই পেসার। ওভারের শেষ বলে ইনসুইং ডেলিভারিতে শফিককে বোল্ড করেন তাসকিনের। এই ডেলিভারিটিকে যেকোনো বোলারের স্বপ্নের ডেলিভারি বললেও ভুল হবে না। তাসকিনের ইংসুইং বল শফিকের ব্যাট ও প্যাডের ফাঁক গলে আঘাত হানল স্টাম্পে।


মেডেন উইকেট নিয়ে দিন শুরু করা তাসকিন দিনের বাকি সময়টাতেও নিজের লাইন লেংথ ধরে রেখে পাকিস্তানের ব্যাটারদের চাপে রাখতে বড় ভূমিকা রেখেছেন। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে এই পেসার জানিয়েছেন পরিকল্পনা করেই শফিককে আউট করেছেন তিনি। দারুণ বোলিং করলেও তাসকিন পা মাটিতেই রাখছেন। জানিয়েছেন উইকেট না পেলেও প্রক্রিয়া ধরে রাখতে চান তিনি।


তাসকিন বলেছেন, 'এটা আসলে অনেক অনেক উপভোগ্য ছিল আমার জন্য। আমি ৫টা বল বাইরে নিয়ে পরে একটি বল ভিতরে ঢোকাতে চেয়েছি। ইচ্ছা করেই এরকমটা করেছি। দারুণ খুশি ছিলাম উইকেটটি নিতে পেরে। মাঝেমধ্যে হয়ত আমি উইকেট নিতে পারব না। তবে প্রক্রিয়াটা ঠিকঠাক ধরে রাখতে হবে। আমি প্রতিনিয়তই শিখছি। গত ১০ বছর ধরে আমি খেলছি। এভাবেই আমি শিখছি।'



পাকিস্তান প্রথম সেশন শেষ করেছিল ১ উইকেটে ৯৯ রান নিয়ে। দ্বিতীয় ইনিংসে তাদের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৮৩ রান। ৩০ ওভারে ৮৪ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান। তাসকিন জানিয়েছেন বিরতিতে তাদের পরিকল্পনা ছিল দ্রুত উইকেট তুলে নেয়া। সেই পরিকল্পনা দ্বিতীয় সেশনে বেশ ভালোভাবেই বাস্তবায়ন করেছে। তাই তাদের নাগালের মধ্যে আটকে রাখা গেছে বলে বিশ্বাস তাসকিনের।


এই পেসার বলেন, 'আসলে আমরা যখন শুরুতে আক্রমণ করার চেষ্টা করেছি তখন তারা রান পেয়েছে। ভালো জুটি গড়েছে। লাঞ্চের পর আমাদের যেসব প্ল্যান ছিল সেসব আমরা কাজে লাগাতে পেরেছি। এ কারণেই তাদের আটকাতে পেরেছি ভালো রানের মধ্যে। অনেক প্ল্যান করতে পারবেন আপনি। তবে কাজে লাগানোটাও জরুরি। আমরা প্ল্যান কাজে লাগিয়েছি। এ কারণেই তাদের ভালো একটি সংগ্রহে আটকে রাখতে পেরেছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball