ইনজুরিতে ১০ দিনের জন্য মাঠের বাইরে শরিফুল

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
গ্রোইন স্ট্রেইনের চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে খেলা হচ্ছে না শরিফুল ইসলামের। অন্তত দশদিনের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন বাংলাদেশের এই পেসার।
সিরিজের প্রথম টেস্টের পরই ইনজুরিতে পড়েন শরিফুল। এরপর তাকে এমআরআই করানো হয়। আর তখনই শনাক্ত হয় ইনজুরি। না খেললেও পাকিস্তানে দলের সঙ্গেই আছেন শরিফুল। ইতোমধ্যেই পুনর্বাসন শুরু করেছেন তিনি।

বাংলাদেশ দলের ফিজিও বায়োজিদ ইসলাম বলেন, 'প্রথম টেস্ট শেষ হওয়ার পরই শরিফুলকে এমআরআই করানো হয়। তার গ্রেড-১ এর অ্যাডাক্টর স্ট্রেইন ধরা পড়েছে। অন্তত দশদিন লাগবে তার এই ইনজুরি সারতে। ইতোমধ্যেই পুনর্বাসন শুরু করে দিয়েছে সে।'
রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে দৃষ্টিনন্দন বোলিং করেন শরিফুল। প্রথম ইনিংসে মাত্র ৭৭ রান খরচায় দুই উইকেট শিকার করেন এই পেসার। দ্বিতীয় ইনিংসে শরিফুল করেন আরও ১১ ওভার। বিশ রান খরচায় নেন এক উইকেট।
সেই ম্যাচটি দশ উইকেটে জিতে ইতোমধ্যেই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম টেস্ট জয়।