promotional_ad

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টে ট্রেসকোথিকের জায়গায় ফ্লিনটফ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের টেস্ট দলের ব্যাটিং কোচ হিসেবে আছেন মার্কাস ট্রেসকোথিক। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে এই কোচকে বিশ্রাম দেয়া হয়েছে। ফলে তার জায়গায় দায়িত্ব দেয়া হয়েছে অ্যান্ড্রু ফ্লিনটফকে।


বেশ লম্বা সময় ধরেই ইংল্যান্ডের সীমিত ওভারে দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ফ্লিনটফ। এবার তিনি টেস্ট দলের সঙ্গেও কাজ করতে চলেছেন। কদিন আগেই পদত্যাগ করেছেন ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ ম্যাথু মটস। এরপর অন্তর্বর্তীকালিন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয় ট্রেসকোথিককে।



promotional_ad

আগামী মাসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে ইংলিশরা। এই সিরিজ দিয়েই নতুন দায়িত্ব বুঝে নেমেন তিনি। এরপ আগে বিশ্রামে গেছেন অভিজ্ঞ এই ব্যাটিং কোচ। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টেস্ট শেষে আবারও ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দেবেন তিনি।


এদিকে আগামী বুধবার ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দেবেন ফ্লিনটফ। ম্যাচ শুরুর আগে দুদিন অনুশীলনের সুযোগ পাবে ইংল্যান্ড। সেখানেই ক্রিকেটারের দেখাশোনা করবে ফ্লিনটফ। কোচ হিসেবে বেশ অভিজ্ঞই বলা চলে ইংলিশ এই অলরাউন্ডারকে।


কদিন আগেই ইংল্যান্ডের ১০০ বলের ঘরোয়া টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের দল নর্দান সুপার চার্জার্সের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। তবে সফল হতে পারেননি তিনি। এর আগে এক বছর ধরে ইংল্যান্ডের সীমিত ওভারের দলের সঙ্গে কাজ করেছেন ফ্লিনটফ।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball