বাবরকে ঘুরে দাঁড়াতে বিশেষ পরামর্শ দিলেন রমিজ রাজা

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
মাঠে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বাবর আজমের। তাকে পাকিস্তানের বর্তমান সময়ের সেরা ব্যাটার হিসেবে ধরা হয়। তবে সাম্প্রতিক সময়ে ব্যাট যেন তার হয়ে কথা বলছে না। ক্যারিয়ার জুড়ে ৪৭.৭৩ গড়ে ব্যাট করলেও গত এক বছরে তার গড় নেমে এসেছে ৩৬.০৮ এ।
এ ছাড়া অধিনায়ক হিসেবেও বারবার হতাশা সঙ্গী হয়েছে বাবরের। সর্বশেষ এশিয়া কাপে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল পাকিস্তান। এমনকি ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমি ফাইনালে খেলতে পারেনি দলটি। এই ব্যর্থতার অন্যতম কারণ মনে করা হয় বাবরকে।

এমন অবস্থায় পাকিস্তানের এই ব্যাটারকে সামাজিক যোগাযোগমাধ্যম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক ব্যাটার রমিজ রাজা। ভালো না খেললে ফেসবুক, এক্সে কড়া সমালোচনা করেন সমর্থকরা। যা বিরূপ প্রভাব ফেলতে পারে বাবরের পারফরম্যান্সেও।
বাবরকে পরামর্শ দিয়ে রমিজ নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘মনে হচ্ছে, বাবর ছাড়া পুরো জাতির আর কোথাও সমস্যা নেই। দুর্ভাগ্যজনকভাবে ব্যাপারটা এমন হয়ে গেছে যে দল হেরেছে, আপনিও রান পাননি আর আপনি মানুষটি বাবর আজম-তাহলেই শিরোনাম হয়ে যায় ‘‘আমরা কীভাবে হারলাম? সে কী করল? তার অবদান কী?’’ এর সঙ্গে আছে সামাজিক যোগাযোগমাধ্যম। এখানে যে কেউই সমালোচনা করতে পারেন, হাসাহাসি করতে পারেন। এগুলো যতটা সম্ভব নিরুৎসাহিত করতে হবে।’
বাংলাদেশের বিপক্ষে চলতি টেস্ট সিরিজেও বাবরের ব্যাটে খরা চলছে। প্রথম ইনিংসে শূন্য, দ্বিতীয় ইনিংসে ২২ রান করেছেন এই ব্যাটার। বাবরের ব্যর্থতার ম্যাচে পাকিস্তান হেরেছে ১০ উইকেটের বড় ব্যবধানে। পাকিস্তানের এমন দুর্দশার শেষ কোথায় সেটাও বুঝতে পারছেন না রমিজ।
তিনি বলেছেন, ‘ক্রিকেট আমাদের রক্তে মিশে আছে। জানি না, টেস্ট ক্রিকেটে এভাবে কত দিন হারতে হবে। একটা দলের ভক্ত–সমর্থক বাড়ে জয়ের মাধ্যমে। কারণ, সমর্থকেরা সফল গল্পের অংশ হতে চান। বাবরের সাফল্যের গল্প আছে। এতে কোনো সন্দেহ নেই যে তিন সংস্করণেই সে বড় মাপের খেলোয়াড়।’
বাবরকে ঘুরে দাঁড়ানোর পরামর্শ দিয়ে রমিজ আরও বলেছেন, ‘প্রথমত, সামাজিক যোগাযোগমাধ্যম এড়িয়ে চলতে হবে। দ্বিতীয়ত, বর্তমানে মনোযোগ রাখতে হবে। রান না পেলে তখন এটা মানসিক খেলায় পরিণত হয় এবং অন্য ভাবনা শুরু হয়। বাবরের চেহারায় উদ্বেগ ফুটেও উঠেছে। সে ব্যাপক চেষ্টা করে যাচ্ছে, সুতরাং হতাশাও কাজ করছে। গুরুত্বপূর্ণ হচ্ছে, সে কীভাবে ব্যাটিং করছে।’