বৃষ্টিতে পরিত্যক্ত প্রথম দিনের খেলা

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
বৃষ্টির কারণে ম্যাচের আগেরদিন অনুশীলন করতে পারেন বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটাররা। রাওয়ালপিন্ডিতে বেরসিক বৃষ্টি অব্যাহত ছিল ম্যাচের দিনও। যার ফলে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন ভেসে গেছে বৃষ্টিতে। বৈরি আবহাওয়ার ও ভেজা আউটফিল্ডের কারণে প্রথম দিন পরিত্যক্ত ঘোষণা করেছেন ম্যাচ অফিসিয়ালসরা।
রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে বৃষ্টি বাঁধা হয়ে দাঁড়াতে পারে, এমন আশঙ্কা ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত হয়েছেও তাই। দুদিন ধরে চলা বৃষ্টির কারণে মাঠে আসতে পারেননি ক্রিকেটাররা। দিনের পুরোটা সময়ই হোটেলে বসে অলস সময় পার করেছেন বাবর আজম, সাকিব আল হাসানরা। ‘

বাংলাদেশ সময় সকাল ১১ টায় ম্যাচ শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে টসও করা সম্ভব হয়নি। দুপুর একটা নাগাদ বৃষ্টি না থামলেও মাঠ পরিদর্শন করেন ম্যাচ অফিসিয়ালসরা। খেলা শুরু করার মতো অবস্থা না থাকায় প্রথম দিনের খেলা পরিত্যক্ত বলে ঘোষণা দিয়েছেন তারা। প্রথম দিনের পুরোটা বৃষ্টির পেটে যাওয়ায় রাওয়ালপিন্ডি টেস্ট এখন চারদিনের।
আবহাওয়ার পুর্বাভাস অনুযায়ী, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দ্বিতীয় দিনেও। তবে এমন বৃষ্টি কাল হয়ে দাঁড়াতে পারে পাকিস্তানের জন্য। কারণ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে শান মাসুদের দল। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে অনেকটাই নির্ভার বাংলাদেশ। জিততে না পারলেও শুধু ড্র করলেই প্রথমবারের মতো সিরিজ জিতবে বাংলাদেশ।
যদিও দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, তারা আক্রমণাত্বক পরিকল্পনা নিয়েই খেলতে নামবে। উল্টো দিকে ঘরের মাঠে টানা নয় টেস্টে জয় না পাওয়া পাকিস্তানের জন্য ম্যাচটা একেবারেই বাঁচা-মরার। সিরিজের শেষ টেস্টে হার কিংবা ড্র সিরিজ জিতিয়ে দেবে বাংলাদেশকে।