promotional_ad

পাকিস্তানের দ্বিতীয় টেস্টের একাদশে নেই শাহীন আফ্রিদি

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রয়োজনের সময় উইকেট এনে দিতে পারছেন না, গতি কিংবা সুইংয়ে প্রতিপক্ষের ব্যাটারদের মনে ভয়ও ধরাতে পারছেন না শাহীন শাহ আফ্রিদি। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ১০ উইকেটে হারার পর পাকিস্তানের পেসারদের তুলোধুনো করেছেন সাবেক ক্রিকেটাররা। শাহীন আফ্রিদির গতি কমে যাওয়া নিয়েও সমালোচনা করেছেন অনেকে।


জায়গায় হারানোর পর ভয়ে ইনজুরি লুকিয়ে টেপ পেঁচিয়ে খেলছেন শাহীন আফ্রিদিরা। এদিকে সাম্প্রতিক সময়ে বাঁহাতি পেসারের ফর্ম অবশ্য পক্ষে কথা বলছে না। নিজের খেলা সবশেষ চার টেস্টের ৮ ইনিংসে মাত্র ১১ উইকেট নিতে পেরেছেন তিনি। এমন পারফরম্যান্সের পর দ্বিতীয় টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন তিনি। পিসিবির ঘোষিত ১২ জনের তালিকায় নেই বাঁহাতি পেসারের নাম।


শাহীন আফ্রিদির বাদ পড়া নিয়ে জেসন গিলেস্পি বলেন, ‘শাহীন এই ম্যাচে নেই। ওর সাথে আমার কথা হয়েছে। সে পুরো বিষয়টি বুঝতে পারছে। যে ভাবনায় তাকে বাইরে রাখা হয়েছে শাহীন একে সমর্থন করেছে। আমরা সেরা কম্বিনেশন সাজাতে চাই। শাহীনের গত সপ্তাহটা বেশ রোমাঞ্চকর।’



promotional_ad

‘সে মাত্র বাবা হয়েছে। আমরা অন্য কাউকে খেলার সুযোগ দিলে শাহীনও তার পরিবারের কাছে যাওয়ার সুযোগ পাবে। সে তার বোলিং নিয়ে কাজ করছে যাতে আরও কার্যকরী হতে পারে। সামনে তিন ফরম্যাটে অনেক খেলা। আগামী ৬ মাস তাকে বড় ভূমিকা পালন করতে হবে। শাহীনের জন্য আমাদের শুভকামনা।’


পেসার হিসেবে শাহীন আফ্রিদির জায়গায় সুযোগ দেয়া হয়েছে মীর হামজাকে। সাস্প্রতিক সময়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে তার। কদিন আগে ইসলামাবাদে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ২ ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন। আগের ম্যাচে ইংলিশ কাউন্টিতে গ্লামারগনের হয়ে সাসেক্সের বিপক্ষে নিয়েছিলেন ৭ উইকেট। 


পাকিস্তানের হয়ে ৫ টেস্ট খেলা হামজার সুযোগ হতে পারে রাওয়ালপিন্ডি টেস্টের একাদশে। এদিকে প্রথম টেস্টের আগে ছেড়ে দেয়া স্পিনার আবরার আহমেদকে রাখা হয়েছে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে। এমননি সেরা ১২ জনের মাঝেও আছে আবরারের নাম। সিরিজে সমতা ফেরাতে ৩০ আগষ্ট রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে শান মাসুদের পাকিস্তান।


দ্বিতীয় টেস্টের জন্য পাকিস্তানের ১২ জনের তালিকা: শান মাসুদ, সাউদ সাকিল, আবরার আহমেদ, মোহাম্মদ আলী, সালমান আলী আঘা, সাইম আইয়ুব, বাবর আজম, মীর হামজা, মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, নাসিম শাহ, খুররাম শেহজাদ।



বিস্তারিত আসছে...



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball