আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন শ্যানন গ্যাব্রিয়েল

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন শ্যানন গ্যাব্রিয়েল। এক বিবৃতিতে নিজেই অবসরের ঘোষণা দেন ওয়েস্ট ইন্ডিজের এই পেসার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন তিনি।
৩৬ বছর বয়সী গ্যাব্রিয়েল ক্যারিবিয়ানদের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন। ২০১২ সালের মে'তে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় গ্যাব্রিয়েলের। গত বছরের জুলাইতে শেষবার ক্যারিবিয়ানদের হয়ে টেস্ট ম্যাচে মাঠে নামেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক বছর দলে না থাকা গ্যাবিয়েল অবসরের কথা জানাতে গিয়ে বলেন, ‘গত ১২ বছরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে সঁপে দিয়েছি। সর্বোচ্চ মঞ্চ প্রিয় খেলাটায় প্রতিনিধিত্ব করতে পারা আমার কাছে অত্যন্ত আনন্দের বিষয়। তবে কথায় আছে, সব ভালো জিনিসেরই একটা শেষ থাকে। আজ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি।’
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫৯টি টেস্টে মাঠে নামেন গ্যাব্রিয়েল। উইকেট নেন ১৬৬টি। ইনিংসে ৫ উইকেট নেন ৬ বার। দুই ইনিংস মিলিয়ে ম্যাচে ১০ উইকেট নেন একবার। এক ইনিংসে তার সেরা বোলিং পারফর্ম্যান্স ৬২ রানে ৮ উইকেট।
এ ছাড়া দুই ইনিংস মিলিয়ে একটি টেস্ট ম্যাচে তার ক্যারিয়ার সেরা বোলিং পারফরম্যান্স ১২১ রানে ১৩ উইকেট। মূলত টেস্ট ম্যাচে বেশি বিবেচনা করা হতো তাকে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৫টি ওয়ানডে ম্যাচও খেলেন গ্যাব্রিয়েল। নেন ৩৩টি উইকেট। সেরা বোলিং পারফরম্যান্স ১৭ রান খরচায় তিন উইকেট। ক্যারিবিয়ান হয়ে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচও খেলেন তিনি, নেন তিন উইকেট।