promotional_ad

সাকিবের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পায়নি বিসিবি, প্রথম টেস্ট শেষে সিদ্ধান্ত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একজনের নিহতের ঘটনায় সাকিব আল হাসানকে আসামী করা হয়েছে একটি মামলায়। এরই মধ্যে শনিবার এই অলরাউন্ডারকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে তাঁকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।


বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর আইনজীবী মোহাম্মদ রাফিনুর রহমানের পক্ষ থেকে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। যদিও সেই নোটিশ এখনও বিসিবির হাতে আসেনি বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।



promotional_ad

এ নিয়ে শনিবার বোর্ডের বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে বৈঠকে বসেছিলেন ফারুক। আলোচনা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবির এই শীর্ষ কর্মকর্তা। জানিয়েছেন এখনই কোনো পদক্ষেপ নেয়ার কথা চিন্তা করেননি তারা। পাকিস্তানের বিপক্ষে চলমান রাওয়ালপিন্ডি টেস্ট শেষে সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।


তিনি গণমাধ্যমকে বলেছেন, 'আপনি জানেন একটা মামলা হয়েছে। লিগ্যাল নোটিশটা আমরা পাইনি এখনও, ওটার ব্যাপারে বলতে পারবো না। মামলাটা এফআইআর হয়েছে, এফআইআরের পরে তদন্ত হবে। তারপরে একটা দিকে যাবে মামলাটা। এই মুহূর্তে যেহেতু টেস্ট ম্যাচ চলছে, কালকে টেস্টের ফিফথ ডে। এই মুহূর্তে আমরা কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা কালকের ম্যাচ শেষ হলে বসে একটা সিদ্ধান্ত নেবো।'


সাকিবের বিরুদ্ধে এখনও কোনো চার্জ গঠন করা হয়নি আইন প্রণয়নকারী সংস্থার পক্ষ থেকে। এর আগে সিদ্ধান্ত নেয়া বিসিবির জন্য কঠিন। আপাতত সাকিবের খেলতে কোনো বাধা নেই বলেও জানিয়েছেন বিসিবি সভাপতি। ম্যাচের মাঝখানে তাকে সরিয়ে নেয়ারও সুযোগ নেই বলে নিশ্চিত করেছেন তিনি।



এ প্রসঙ্গে ফারুক বলেন, 'এটা তো নরমাল একটা ব্যাপার। এফআইর যখন হয়, এটার বিরুদ্ধে কিন্তু চার্জ গঠন হয়নি। এর আগে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। গত বেশ কিছু এর আগে বিশাল গণ্ডগোল হয়েছে, অনেক প্রাণ নষ্ট হয়েছে। সহমর্মিতা এখনও আছে আমাদের, আমরা কিন্তু ভুলে যাইনি। এই মুহূর্তে টেস্ট ম্যাচ চলছে। বিসিবির সঙ্গে সাকিবের সঙ্গে সম্পর্ক খেলোয়াড় এবং ইম্প্লোয়ি বলতে পারেন। কালকের দিনের পর দেখে সিদ্ধান্ত নিতে পারবো। এখন খেলতে বাধা নেই। ম্যাচের মাঝখানে উইথড্র করতে পারবো না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball