promotional_ad

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে না নিউজিল্যান্ড ‘এ’ দল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দুটি চার দিনের ম্যাচ ও তিনটি এক দিনের ম্যাচ খেলতে আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। তবে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ সফরে আসা হচ্ছে না কিউইদের। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহরিয়ার নাফীস।


ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ক্রমশই অবনতি হতে থাকে। নতুন করে অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব দেয়ার পর ক্রমান্বয়ে উন্নতি হতে থাকে পরিস্থিতি। তবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য পর্যাপ্ত নিরাপদ মনে করেনি আইসিসি।



promotional_ad

দেশের সার্বিক পরিস্থিতির সঙ্গে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেয়ার বড় কারণ ছিল ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দেশগুলো তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া। একই কারণে নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফর স্থগিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। পরবর্তী নতুন সূচিতে সিরিজটি আয়োজন করা হবে বলে জানা গেছে।


সিরিজটি স্থগিত হয়ে যাওয়ার খবর নিশ্চিত করে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ নাফীস ক্রিকফ্রেঞ্জিকে বলেন, ‘বাংলাদেশে আসার ক্ষেত্রে যেহেতু নিউজিল্যান্ডের ভ্রমণ নিষেধাজ্ঞা আছে তাই আপাতত সিরিজটি হচ্ছে না। আশা করছি পরবর্তীতে নতুন কোন সূচিতে আমরা সিরিজটি আয়োজন করতে পারবো।’


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা ছিল সিরিজটি। কবে নাগাদ আবার আয়োজন করা হবে তা জানাতে পারেননি নাফীস। সেই সঙ্গে সিরিজ স্থগিত হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কিছু করার ছিল না বলে জানান তিনি।



এ প্রসঙ্গে নাফীস বলেন, ‘দেখুন, এটা একেবারেই আমাদের হাতে নেই। যেহেতু সেই দেশের সরকার ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে তাই এটা পুরোপুরি রাষ্ট্রীয় ব্যাপার। তবে আমরা আশা করছি পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে সিরিজটা আয়োজন করব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball