বাংলাদেশ সিরিজে রোহিত-কোহলির প্রস্তুতি নিয়ে উদ্বিগ্ন গাভাস্কার

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
গত জানুয়ারির পর থেকে লাল বলের ক্রিকেটে খেলেননি বিরাট কোহলি। গত মার্চে ইংল্যান্ড সিরিজের পর টেস্টে খেলেননি রোহিত শর্মাও। দুজনই খেলবেন আগামী সেপ্টেম্বরে, বাংলাদেশ সিরিজে। এর আগে এই দুজনের প্রস্তুতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সুনীল গাভাস্কার।
মূলত প্রথম শ্রেণির প্রতিযোগিতা দুলিপ ট্রফির দলে রোহিত ও কোহলিকে না রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন গাভাস্কার। তার মতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য লাল বলের ম্যাচ খেলা দরকার ছিল এই দুই তারকা ব্যাটারের।

দুলিপ ট্রফির দলে জায়গা হয়নি জসপ্রীত বুমরাহরও। তিনি বাদ পড়েছেন ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায়। এই পেসারের বাদ পড়া মেনে নিতে পারলেও রোহিত-কোহলিদের না থাকাটা মেনে নিতে পারছেন না গাভাস্কার।
তিনি বলেন, 'নির্বাচকরা দুলিপ ট্রফির জন্য অধিনায়ক রোহিত শার্মা ও ভিরাট কোহলিকে দলে রাখেনি, তাই তারা সম্ভবত খুব বেশি ম্যাচ অনুশীলন ছাড়াই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে নামবে।'
'যদিও এটা বোধগম্য যে, জাসপ্রিত বুমরাহর মতো একজন খেলোয়াড়কে তার পিঠের অবস্থা নিয়ে যত্ন সহকারে সামলাতে হবে। তবে ব্যাটসম্যানরা উইকেটে কিছুটা সময় ব্যাট করতে পারত। যেকোনো খেলায় একজন খেলোয়াড় ৩০ বছর বয়সে পৌঁছে গেলে, নিয়মিত খেলাই তাকে তার নির্ধারিত উঁচু মান ধরে রাখতে সাহায্য করে। যখন লম্বা বিরতি পড়ে যায়, তখন পেশি কিছুটা দুর্বল হয়ে যায় এবং আগের উঁচু মানে ফিরে যাওয়া সহজ হয় না।'
ভারতের ২০২৪-২৫ ঘরোয়া ক্রিকেট মৌসুম শুরু হবে দুলিপ ট্রফি দিয়ে। কোহলি-রোহিতরা না খেললেও ৫ সেপ্টেম্বর শুরু হতে এই প্রতিযোগিতায় খেলবেন লোকেশ রাহুল, ইয়াশভি জায়সাওয়াল, শুভমান গিল, ঋষভ পান্ত, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজার মতো তারকারা। ঘরের মাঠে ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে ভারত।