promotional_ad

৪ পেসার নিয়ে একদিন আগেই একাদশ ঘোষণা পাকিস্তানের

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন পাকিস্তানে। ২১ আগস্ট মাঠে গড়াচ্ছে এই সিরিজের প্রথম টেস্ট। একদিন বাকি থাকতেই রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম টেস্টের একাদশ। তারা ৪ পেসার নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে।


পাকিস্তানের একাদশে আছেন শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররব শেহজাদ ও মোহাম্মদ আলী। যদিও সিরিজ শুরুর আগেই আমের জামালকে বাদ দিয়েছে পাকিস্তান। মূলত পুরোপুরি ইনজুরিমুক্ত না হওয়ার কারণেই বাংলাদেশ সিরিজে খেলা হচ্ছে না এই পেসারের।



promotional_ad

এই ম্যাচে যথারীতি ওপেনার হিসেবে থাকছেন আব্দুল্লাহ শফিক ও সাইম আইয়ুব। আর তিন নম্বর ব্যাটার হিসেবে নামবেন অধিনায়ক শান মাসুদ আর চার নম্বরে বাবর আজম। মিডল অর্ডার ব্যাটার হিসেবে সাউদ শাকিলের সঙ্গে আরও আছেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আঘা।


দলের প্রয়োজনে স্পিন বোলিংটাও সামলাতে পারেন আঘা। এর আগে দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে ছিলেন আবরার আহমেদ। দলের কম্বিনেশনের কারণে তাকে বাইরে রেখেই রাওয়ালপিন্ডি টেস্টের একাদশ সাজিয়েছে পাকিস্তান।


এদিকে চার পেসার খেলালেও পাকিস্তানের একাদশে জায়গা হয়নি মীর হামজার। গুঞ্জন ছিল বাংলাদেশের বিপক্ষে বিশ্রামে থাকতে পারেন তারকা পেসার আফ্রিদি। পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ জেসন গিলেস্পিও সেই ইঙ্গিত দিয়েছিলেন। তবে তাকে নিয়েই দল সাজানোর পর একাদশেও রেখেছে পাকিস্তান।



পাকিস্তান একাদশ-


আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আঘা, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররম শেহজাদ ও মোহাম্মদ আলী।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball