বিসিবি চাইলে চাকরি ছাড়তে রাজি হাথুরুসিংহে

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের ক্রিকেটেও এর প্রভাব পড়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বেশ কয়েকজন পরিচালকও রয়েছে আত্মগোপনে। ফলে বিসিবির দৈনন্দিন কাজেও ব্যাঘাত ঘটছে।
এমন অবস্থায় বোর্ডে বড় কিছু পরিবর্তন আসতে চলেছে। এ নিয়ে আলোচনাও চলছে। বোর্ডে পরিবর্তন আসলে চান্ডিকা হাথুরুসিংহেকে প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেয়া হতে পারে এমন গুঞ্জনও চাউর হয়েছে। বাংলাদেশ দল এখন পাকিস্তানে।

কদিন পরেই পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মাঠে নামবে। সিরিজ শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাথুরুসিংহে জানিয়েছেন, বোর্ডে কী চলছে এই ব্যাপারে কোনো ধারণা নেই তার। যতদিন বোর্ডের সঙ্গে চুক্তি আছে তিনি দায়িত্ব পালন করে যেতে চান।
এ প্রসঙ্গে হাথুরুসিংহে বলেছেন, 'আমার কোনো ধারণা নেই বাংলাদেশে (ক্রিকেট বোর্ডে) কী চলছে। আমার ভবিষ্যতের কথা বললে, যত দিন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে, আমি দায়িত্ব পালনের দিকে তাকিয়ে আছি।'
২০২৩ সালের ফেব্রুয়ারিতে ২ বছরের জন্য দ্বিতীয় মেয়াদের বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নেন হাথুরুসিংহে। সেই হিসেবে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশের কোচের দায়িত্ব পালন করার কথা রয়েছে তার। অবশ্য লঙ্কান এই কোচ জানিয়েছেন বোর্ড কোনো পরিবর্তন চাইলে সেই সিদ্ধান্তও মেনে নিতে প্রস্তুত তিনি।
আর যদি বোর্ড তাকে কাজ চালিয়ে যেতে বলে সেটাও খুশি মনে করতে চান হাথুরুসিংহে। তিনি বলেন, 'বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায়, আমার তাতে সমস্যা নেই। তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব।'