বিসিবি থেকে জালাল ইউনুসের পদত্যাগ

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। নাজমুল হাসানের পাপনের ক্রিকেট বোর্ডে তিনি ক্রিকেট পরিচালনা প্রধানের দায়িত্বে ছিলেন। জালাল তার পদত্যাগপত্র জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) পাঠিয়ে দিয়েছেন।
জানা গেছে আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববিকেও পদত্যাগ করতে বলা হয়েছে এনএসসি থেকে। তারা দুজনই বিসিবিতে এনএসসি মনোনীত পরিচালক ছিলেন।
এই ব্যাপারে ক্রিকফ্রেঞ্জিকে জালাল ইউনুস বলেন, 'আমি সাধারণত এনএসসি কোটায় বিসিবিতে ছিলাম। যেহেতু আমি এনএসসি কোটায় বিসিবির পরিচালক হয়েছিলাম। এই মুহুর্তে গঠনতন্ত্র অনুযায়ী বোর্ড চলছে। তাই আমি আমার পরিচালক পদ থেকে পদত্যাগ করলাম যাতে বিসিবি নিঁখুতভাবে চলতে পারে।'

জালাল ইউনুস দীর্ঘদিন ধরে বিসিবিতে কাজ করছেন। বর্তমান কমিটির আগে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন তিনি। গেলো প্রায় দেড় বছর ধরে ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে থাকা ইউনুস করেছেন দারুণ কিছু ভালো কাজ।
তার দায়িত্বে থাকার সময় বাংলাদেশ 'এ' দল ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া সফর করেছে। দীর্ঘদিন ধরে থমকে থাকা 'এ' দলের সফর আবার সচল করার কৃতিত্ব পাবেন তিনি। কোচদের রদবদল কিংবা ক্রিকেটারদের বেতন ভাতা বৃদ্ধির ব্যাপারেও সব দায়বদ্ধতা যাবে তার ওপর।
অপরদিকে, আহমেদ সাজ্জাদুল হক ববি ছিলেন অনেকটা প্রচারবিমূখ। লাইমলাইট থেকে দূরে থাকা ববি নিজের কাজে ছিলেন সফল। শেষ কয়েকবছরে ক্যালেন্ডার অনুযায়ীই হয়েছে বিসিবির সব ঘরোয়া টুর্নামেন্ট। এনসিএল,বিসিএল হয়েছে, হয়েছে বিসিএলের ওয়ানডে টুর্নামেন্টও। এছাড়াও বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোও চলমান ছিল এই সময়।
৫ আগস্ট গণঅভ্যুত্থ্যানের মাধ্যে আওয়ামীলিগ সরকারের পতন ঘটে, অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় আসে এই মাসের ৮ তারিখ। কিন্তু ৬ আগস্ট থেকেই দেশের প্রায় প্রতিটা অঙ্গনে উঠে সংশ্লিষ্ট কর্তা-ব্যাক্তিদের পদত্যাগের দাবী।
একইদিন দেশজুড়ে পদত্যাগের হিড়িকও পরে। বিসিবির বর্তমান কমিটির সব সদস্যকে পদত্যাগ করতে হবে এই দাবীও উঠেছিলো ৮ তারিখই। কিন্তু গেলো দিন দশেক স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ঠিকই টিকে ছিলেন বিসিবির পরিচালকরা। অবশেষে ১৯ আগস্ট সোমবার ভেঙ্গেছে বিসিবি পরিচালকদের টিকে থাকার প্রচেষ্টার বাঁধ।