সিরিজ শুরুর একদিন আগে আমির জামালকে বাদ দিলো পাকিস্তান

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর দু'দিন আগে পাকিস্তানের স্কোয়াড থেকে বাদ পড়লেন আমির জামাল। পুরোপুরি ইনজুরিমুক্ত না হওয়ার কারণেই বাংলাদেশ সিরিজে খেলা হচ্ছে না এই পেসারের।
এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলতি বছর কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে পিঠের ইনজুরিতে পড়েন জামাল। ইনজুরি থাকা সত্ত্বেও বাংলাদেশ সিরিজের স্কোয়াডে নাম ছিল তার।

অবশ্য ফিটনেস সাপেক্ষে তাকে স্কোয়াডে রাখা হয়েছিল। এবার চোট কাটিয়ে না উঠতে পারায় স্কোয়াড থেকে বিদায় নিতে হলো ডানহাতি এই পেসারকে। লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমীতে ফিটনেস নিয়ে কাজ করতে বলা হয়েছে জামালকে।
এদিকে জামালের আগে আবরার আহমেদ এবং কামরান গুলামকেও স্কোয়াড থেকে বিদায় করে পিসিবির টিম ম্যানেজমেন্ট। ২০ আগষ্ট থেকে ইসলামাবাদে শুরু হতে যাওয়া বাংলাদেশ ‘এ’ বিপক্ষে পাকিস্তান শাহীনসের হয়ে খেলবেন আবরার।
এই স্পিনারের মতো কামরানও খেলবেন সেই সিরিজে। মূলত বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রস্তুতির জন্যই এই দুজনকে বসিয়ে না রেখে শাহীনসের হয়ে খেলতে পাঠিয়েছে পিসিবি। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচ শেষে আবারও টেস্ট দলে যোগ দেবেন আবরার ও কামরান।
পাকিস্তান স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, বাবর আজম, খুররাম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাঈম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, সালমান আলী আঘা ও সরফরাজ আহমেদ।