promotional_ad

ফাইনালে অ্যাডিলেডের কাছে হারল বিসিবি এইচপি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ৩২ রানে হেরেছে বিসিবি এইচপি দল। রবিবার সকালেই তারা নর্দান স্ট্রাইকার্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল। তবে ফাইনালে অ্যাডিলেডের দেয়া ১৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩৭ রানে অল আউট হয়েছে বাংলাদেশের দলটি।


মাঝারি লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দারুণ করেন বিসিবি এইচপি'র দুই ওপেনার তানজিদ তামিম এবং জিসান আলম। ৫ম ওভারের শুরুতেই জীবন পান জিসান। তবে কাজে লাগাতে পারেননি সেই সুযোগটি। একই ওভারের পঞ্চম বলে উইকেটরক্ষকের কাছে ক্যাচ আউট তুলে দেন এই ওপেনার।


আউট হওয়ার আগে তিনি করেন ১৮ রান। পাওয়ার প্লে'র ছয় ওভার শেষে বিসিবি এইচপির সংগ্রহ দাঁড়ায় এক উইকেট হারিয়ে ৪০ রান। তিনে নেমে পারভেজ হোসেন ইমন করেন ৬ বলে মাত্র ৩ রান। অ্যাডিলেডের মতোই বাংলাদেশের ব্যাটাররা প্রথম ১০ ওভারে করেন দুই উইকেটে ৬৯ রান।



promotional_ad

এরপরই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ওপেনার তানজিদ তামিম ফেরেন ২৯ বলে ৩৫ রান করে। এক বল ডট দিয়ে পরের বলেই সিলভার ডাক মেরে আউট হন অধিনায়ক আকবর আলী। আগের ম্যাচে ৪১ রান করা শামীম এই ম্যাচে বোল্ড হয়েছেন মাত্র চার রান করে।


দলীয় ৯২ রানে পৌঁছানোর আগে আফিফ হোসেন ধ্রুব (১৩ বলে ১৮ রান) ও আবু হায়দার রনির (ছয় বলে সাত রান) উইকেটও হারায় দলটি। রাকিবুল হাসান আউট হয়েছেন মাত্র ১২ রান করে। মারুফ মৃধা আউট হন ১ রান করে। শেষ পর্যন্ত রিপন মন্ডল ১১ রান করে অপরাজিত থাকলেও তাকে কেউ সঙ্গ দিতে পারেননি। 


এর আগে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলী। পাওয়ার'প্লে তে বাংলাদেশী বোলারদের কিপ্টে বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে যায় অ্যাডিলেডের ব্যাটাররা। দ্বিতীয় ওভারেই রান আউটের শিকার হন স্ট্রাইকার্স ওপেনার জ্যাক উইন্টার।


মাহফুজুর রহমান রাব্বি ১০ম ওভারের প্রথম বলে স্ট্যাম্পে আঘাত হানেন, ফেরান আরেক ওপেনার হ্যারী ম্যাথিয়াসকে। প্রথম দশ ওভারে দুই উইকেট হারিয়ে ৬৯ রান করা অ্যাডিলেড স্ট্রাইকার্স ঘুরে দাঁড়ায় পরের দশ ওভারে। ইনিংসের বাকি ৬০ বলে আসে ১০০ রান।



টম'ও কনেল আউট হন ৩৩ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলে। তার সাথে জুটি গড়া লিয়াম স্কট করেন ১৮ বলে ৩০ রান। শেষের দিকে এসে রায়ান কিং এর ১৯ বলে ৩৫ এবং স্যাম রাহালের ১৩ বলে অপরাজিত ২০ রানের ইনিংসে বড় সংগ্রহ প্রায় বিগ ব্যাশের এই দলটি। ২০ ওভার শেষে তাদের মোট সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেট হারিয়ে ১৬৯।


সেমিফাইনালে তিন উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ হওয়া রিপন মন্ডল ফাইনালেও তুলে নেন ইনিংস সর্বোচ্চ দুই উইকেট। রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি এবং আফিফ হোসেন ধ্রুব পান একটি করে উইকেট।


৯ দলের টুর্নামেন্টে টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচ পি দল প্রাথমিক পর্বে খেলে ছয়টি ম্যাচ। এর মধ্যে তিনটি ম্যাচ জিতে নিশ্চিত করে সেমিফাইনালে নিজেদের জায়গা। ফাইনালের আগে নর্দান টেরিটোরি স্ট্রাইককে ২১ রানে হারিয়ে ফাইনালে উঠে আকবর আলীরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball