promotional_ad

৬ পেসার নিয়ে রোমাঞ্চিত শান মাসুদ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের স্কোয়াডে আছেন ৬ পেসার। আর তা দেখেই আঁচ পাওয়া গেছে পেস আক্রমণ দিয়েই বাংলাদেশকে ধসিয়ে দিতে চাইবে স্বাগতিকরা। পাকিস্তানের স্কোয়াডে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার আছেন শুরু আবরার আহমেদ।


দলে থাকা ৬ পেসার নিয়েই রোমাঞ্চিত পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। সম্প্রতি পিসিবি পডকাস্টে নিজ দলের পেসারদের সামর্থ্য নিয়ে কথা বলেছেন তিনি। তার দাবি একাদশে যে কয়জনই থাকুক না কেন তাদের ২০ নেয়ার সামর্থ্য আছে।



promotional_ad

শাহীন আফ্রিদি, নাসিম শাহদের সঙ্গে টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন মীর হামজা, মোহাম্মদ আলী, আমের জামাল ও খুররম শাহজাদ। তাদের প্রত্যেকেই একাদশে জায়গা পাওয়ার যোগ্য বলেই মনে করেন পাকিস্তান অধিনায়ক। তাই তাদের নিয়ে দারুণ আত্মবিশ্বাসী তিনি। 


মাসুদ বলেছেন, ‘এই স্কোয়াডের রোমাঞ্চকর বিষয় হলো, আমাদের ৬ জন দুর্দান্ত পেস বোলার আছে। ৬ জনই দলে জায়গা দাবি করতে পারে, সবার মধ্যেই ভিন্ন কিছু বিষয় আছে। খুররম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আলী কিংবা আমের জামাল অথবা শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ বা অন্য কারও জায়গায় যে–ই আসুক, তারা পাকিস্তানকে জেতাতে পারে, ২০ উইকেট নিতে পারবে বলে আমরা সবাই আত্মবিশ্বাসী।’


গুঞ্জন ছিল বাংলাদেশের বিপক্ষে বিশ্রামে থাকতে পারেন তারকা পেসার আফ্রিদি। পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ জেসন গিলেস্পিও সেই ইঙ্গিত দিয়েছিলেন। তবে তাকে নিয়েই পূর্ণ শক্তির দল সাজিয়েছে পাকিস্তান। যদিও আফ্রিদিকে খেলানো হবে কিনা তা নিয়ে ধোঁয়াশাই রাখলেন মাসুদ।



তিনি বলেছেন, ‘পেসারদের কাজের ভার নিয়ন্ত্রণ করতে হবে। অস্ট্রেলিয়ায় শাহীন আফ্রিদির সঙ্গে যেমনটা করা হয়েছিল। সেই সিরিজে টানা দুই টেস্টে আফ্রিদি খেলেছে, এরপর তৃতীয় টেস্টে তাকে বিশ্রাম দিতে হয়েছে। কারণ, সামনে ওর কঠিন সূচি ছিল। আমরা এভাবেই করার চেষ্টা করব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball