promotional_ad

বাবরের উইকেট নিতে চান শরিফুল

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বর্তমান বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার বাবর আজম। পাকিস্তানের বিপক্ষে খেলা হলে যেকোনো বোলারেরই নজর থাকে পাকিস্তানের এই ব্যাটারের ওপর। তার উইকেট নেয়া অনেক ক্রিকেটারের বড় স্বপ্নও। এর ব্যতিক্রম নন শরিফুল ইসলামও।


কদিন পরেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামতে চলেছে টাইগাররা। আগামী ২১ আগস্ট শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচের আগে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন শরিফুল। গত বছর লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) একই দলে খেলেছেন তারা।



promotional_ad

দুজনেই মাঠে নেমেছিলেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে। ফলে বেশ সখ্যতা তৈরি হয়েছিল দুজনের মধ্যে। এবার সেই বাবরের উইকেট নিতেই মাঠে নামবেন বলে জানিয়েছেন শরিফুল। হুমকির শুরু জানিয়ে রেখেছেন যত দ্রুত সম্ভব তাকে আউট করে দিতে চান।


শরিফুল বলেছেন, 'আমার মতে, বাবর আজম কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। তাই দ্রুত তার উইকেট নিতে হবে। আমার স্বপ্নের উইকেট বাবর আজম। বাবর আজম ভাইয়ের উইকেট পেলে আমার খুব ভালো লাগবে। গত বছর তার সঙ্গে গত বছর এলপিএল খেলেছি৷ মানুষ হিসেবেও তিনি খুব ভালো।'


বাংলাদেশের বর্তমান দলের বেশিরভাগ ক্রিকেটারেরই পাকিস্তানের মাটিতে খুব বেশি খেলার অভিজ্ঞতা নেই। দলে সিনিয়র ক্রিকেটার হিসেবে আছেন সাকিব আল হাসান ও মুশফুকুর রহিম। তারা দুজনেই পাকিস্তানে অনেক ম্যাচে খেলেছেন।



সাকিব খেলেছেন পাকিস্তান সুপার লিগেও। তারাই বাকিদের কন্ডিশন সম্পর্কে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। শরিফুল জানিয়েছেন তারা দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চান। শরিফুলের ভাষ্য, 'পাকিস্তানে আমরা অত বেশি ক্রিকেট খেলিনি। তাই আমাদের একটু বাড়তি মানিয়ে নিতে হবে। বিশেষ করে রাওয়ালপিন্ডি উইকেটের জন্য।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball