promotional_ad

ভারতের বোলিং কোচের দায়িত্বে মরকেল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের ক্রিকেটে চলছে পরিবর্তনের হাওয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই নতুন করে নিজেদের গোছানোতে ব্যস্ত ভারত। দলটির প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। এবার ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মরনে মরকেলকে।


মরকেল আগে থেকেই গম্ভীরের পছন্দের তালিকায় ছিলেন। তিনিই বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই)। এবার তাতেই পেস বোলিং কোচের দায়িত্ব দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের আগেই তার যোগ দলের কথা রয়েছে ভারতের সঙ্গে।



promotional_ad

মরকেলকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়ার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে বিসিসিআই। ১ সেপ্টেম্বর থেকে তার চুক্তি শুরু হতে চলেছে। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের পেস বোলিং কোচ ছিলেন মরকেল।


বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও এর আগেই তিনি দায়িত্ব ছেড়ে দেন। এরপর আর কোনো দলের দায়িত্ব নেননি তিনি। প্রোটিয়াদের হয়ে ৮৬টি টেস্ট, ১১৭টি ওয়ানডে ও ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মরকেল। ভারতের কোচ গম্ভীরের সঙ্গে মরকেলের যোগাযোগ ছিল আগে থেকেই।


দুজনই আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের দায়িত্ব সামলেছেন। গম্ভীর ছিলেন দলটির মেন্টর। আর মরকেল সেবার বোলিং কোচের দায়িত্ব সামলেছিলেন লোকেশ রাহুলদের দলের। দুজনের কোচিংয়ে আইপিএলে নিজেদের প্রথম আসরেই ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল লক্ষ্ণৌ।



তারা চাইবেন ভারতকেও সাফল্য এনে দিতে। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরেও গম্ভীর ও মরকেলকে এক সঙ্গে খেলতে দেখা গেছে। দুজনে খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে। মরকেল সেই সময় গম্ভীরের অধীনেই খেলেছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball