promotional_ad

শামীম-আকবরদের লড়াইয়ের পরও হারল এইচপি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে আট উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ এইচপি দল। ফলে ৯ দলের টপ এন্ড সিরিজে তিন ম্যাচের প্রথমটিতে জিতে পরপর দুই ম্যাচ হারে বাংলাদেশ। তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান আট নম্বরে।


ম্যাচের শুরুতে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ। প্রথম ধাক্কা লাগে তানজিদ হাসান তামিমের আউটে। ৫ বলে মাত্র এক রান করে আউট হন এই ওপেনার। তামিমের পর একে একে আউট হতে থাকেন পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব।


টপ অর্ডারের এমন ব্যর্থতার দিনে উইকেটের এক প্রান্ত আগলে রাখেন আরেক ওপেনার জিসান আলম। তার ব্যাটে আসে ২১ বলে ২৬ রান। তবে মিডল অর্ডারে ঠিকই রানের দেখা পায় বাংলাদেশের ব্যাটাররা।



promotional_ad

আকবর আলী এবং শামীম হোসেনের জুটি আশা দেখায় লড়াই করার মতো পুজি সংগ্রহের। অধিনায়ক আকবর আলীর ব্যাট থেকে আসে ৩৫ বলে ৩৬ রান। তিনটি চার ও একটি ছয়ে শামীম খেলেন ৩২ বলে ৪২ রানের ইনিংস। শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বির ৭ বলে ১৬ রানের ইনিংসে বাংলাদেশ এইচপি দলের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৪৭ রান।


দ্বিতীয় ইনিংসের তৃতীয় বল। রিপন মন্ডলের বলে ডিপ ব্যাকওয়ার্ড অঞ্চলে উড়িয়ে মারেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের ওপেনার জন কান। সেখানে থাকা ফিল্ডার রাকিবুল হাসান ভুল করেননি বল তালুবন্দী করতে।


১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১ রানেই হোচট খায় অস্ট্রেলিয়ার দলটি। শূন্য রানে আউট হন ওপেনার, সেই সঙ্গে ম্যাচে নিজেদের কর্তৃত্বের ইঙ্গিত পায় বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। তবে সেই সুখ স্থায়ী হয়নি বেশিক্ষণ। দুই টপ অর্ডার ব্যাটার জ্যাক উইন্টার এবং নোয়াহ ম্যাকফেইডেনের বুদ্ধিদীপ্ত ব্যাটিং এ চাপে পরে যায় আকবর আলীর দল।


দুই ব্যাটার গড়েন ৮৩ রানের জুটি। দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়া দলকে নিয়ে যান অনেকটাই জয়ের দ্বারপ্রান্তে। অজি দলে দ্বিতীয় আঘাত হানেন আবু হায়দার রনি। ইনিংসের ১২তম ওভারে তানজিদ হাসান তামিমের ক্যাচে প্যাভিলিয়নে ফেরেন নোয়াহ। নোয়াহকে হারালেও তলোয়ারের মত ব্যাট চালানো থামাননি জ্যাক। ওয়াসী সিদ্দিকির ৩ বলে ৩ চার মেরে হাকান নিজের হাফ সেঞ্চুরি।



ইনিংসের সেই ১৩তম ওভারে অ্যাডিলেডের ব্যাটাররা সংগ্রহ করেন ২০ রান। তারপর অবশ্য আর উইকেট হারাতে হয়নি অজি ব্যাটারদের, কাজে লাগেনি বাংলাদেশি বোলারদের কোনও টোটকা। হেসে খেলেই জ্যাক-হামিশরা পৌছে যান জয়ের দ্বারপ্রান্তে। ওপেনার জ্যাক উইন্টার মাঠ ছাড়েন একেবারে খেলা শেষ করে, করেন ৫৪ বলে ৮২ রান। ১৪ বল হাতে রেখে অ্যাডিলেড স্ট্রাইকার ম্যাচ জিতে যায় আট উইকেটের বড় ব্যবধানে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball