promotional_ad

জয় ৬৫, বাংলাদেশ ‘এ’ ১২২

পিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জাকির হাসানকে ফিরিয়ে পাকিস্তান শাহীনসকে প্রথম উইকেট এনে দিলেন মীর হামজা। বাঁহাতি পেসারের পর বাংলাদেশ ‘এ’ দলকে চেপে ধরার বাকি কাজটা সারলেন নাসিম শাহ। মিডল অর্ডার ব্যাটার শাহাদাত হোসেন দিপু ও নাঈম হাসানকে ফিরিয়ে চাপটা আরও বাড়িয়ে দিলেন হামজা। পাকিস্তানের তিন পেসারের তোপের সামনে মুশফিকুর রহিম, মুমিনুল হকরা যখন দাঁড়াতেই পারলেন না তখন ধৈর্য্যের পরীক্ষা দিলেন মাহমুদুল হাসান জয়।


১৯৪ মিনিট উইকেট টিকে থেকে ১১৬ বলে খেললেন ৬৫ রানের মান বাঁচানো ইনিংস। জয়ের এমন হাফ সেঞ্চুরির পরও বাকিদের ব্যর্থতায় প্রথম চার দিনের ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১২২ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ ‘এ’ দল। শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২ রান তোলা পাকিস্তান এনামুল হক বিজয়ের দলের চেয়ে পিছিয়ে ১২০ রানে।



promotional_ad

ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ ‘এ’ দল। বাঁহাতি পেসার হামজার বলে বোল্ড হয়ে ফিরেছেন রানের খাতা খুলতে না পারা জাকির। তিনে নেমে জয়কে সঙ্গে নিয়ে বিপদ সামাল দেয়ার চেষ্টা করেন বিজয়। উইকেটে থিতু হয়ে গেলেও পাকিস্তানের পেসারদের বিপক্ষে রান বের করতে পারছিলেন না বাংলাদেশের অধিনায়ক। অনেকটা চাপে পড়ে সাজঘরে ফিরতে হয় তাকে।


পেসার নাসিমের বলে সরফরাজের হাতে ক্যাচ দিয়েছেন ৪৫ বলে ৭ রান করা বিজয়। এদিকে ১৫ বলের বেশি টিকতে পারেনি অভিজ্ঞ মুমিনুল। বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ককেও ফিরিয়েছেন নাসিম। জাতীয় দলের প্রস্তুতি হিসেবে খেলা এই ম্যাচের প্রথম ইনিংসে তাই অনেকটাই ব্যর্থ ১১ রান করা মুমিনুল। পাঁচে নেমে অবশ্য জয়কে সফরকারীদের বিপদ কমানোর চেষ্টা করেছেন মুশফিক।


যদিও জয়ের সঙ্গে গড়ে ওঠা অভিজ্ঞ ব্যাটারের ৩৮ রানের জুটি ভাঙেন মুহাম্মদ আলী। পাকিস্তানের এই পেসারের বলে কামরান গুলামের হাতে ক্যাচ দিয়েছেন ১৪ রান করা মুশফিক। দলের রান একশ হওয়ার আগে দিপু ও নাঈমকে ফিরিয়েছেন হামজা। তাদের দুজনের কেউই রানের খাতা খুলতে পারেননি। শেষ দিকে রেজাউর রহমান রাজার ব্যাট থেকে এসেছে ১০ রান। বাংলাদেশের হয়ে একমাত্র হাফ সেঞ্চুরিয়ান জয় আউট হয়েছেন ৬৫ রানে, উমর আমিনের বলে তারই হাতে ক্যাচ দিয়ে।



পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন নাসিম ও হামজা। এ ছাড়া দুটি উইকেট নিয়েছেন লেগ স্পিনার মোহাম্মদ রমিজ জুনিয়র। বাংলাদেশ ‘এ’ দলের ১২২ রানের জবাব দিতে নেমে দুই ওভার ব্যাটিং করেছেন মোহাম্মদ হুরায়রা এবং সাইম আইয়ুব। দলীয় ২ রানই এসেছে ওপেনার সাইমের ব্যাট থেকে। তানজিম হাসান সাকিব ও হাসান মুরাদ একটি করে ওভার বোলিং করলেও কোন উইকেটের দেখা পাননি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball