promotional_ad

বাংলাদেশের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন কোহলি-বুমরাহ-রোহিতরা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর থেকেই গুঞ্জন ছিল বিশ্রামে থাকবেন রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ ও বিরাট কোহলিদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। তবে গৌতম গম্ভীরের চাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে হয়েছে কোহলি ও রোহিতকে। যদিও সেখানে ঠিকই বিশ্রামে ছিলেন বুমরাহ।


শ্রীলঙ্কা সিরিজ শেষ করে দেশে ফেরার পর জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারদের দুলিপ ট্রফিতে খেলার নির্দেশনা দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)। প্রধান নির্বাচক অজিত আগারকার অবশ্য কোহলি, রোহিতদের ‘ফ্রি’ লাইসেন্স দিয়েছেন। যার ফলে না চাইলে ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দুলিপ ট্রফিতে খেলার প্রয়োজন নেই তাদের। ক্রিকইনফো অবশ্য জানিয়েছে, ছুটির সংখ্যা বাড়তে পারে অভিজ্ঞ ক্রিকেটারদের।



promotional_ad

এমনটা হলে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বিশ্রামে থাকতে পারেন বুমরাহ, কোহলি, রোহিতরা। যার কারণ হিসেবে দেখানো হয়েছে ব্যস্ত মৌসুম। বাংলাদেশ সিরিজ শেষ হতেই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট খেলবে ভারত। এরপর ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবেন রোহিতরা। সেই দুটি সিরিজকে গুরুত্ব দিয়েই এমন সিদ্ধান্ত নিচ্ছে বিসিসিআই।


আপাতত জাতীয় দলের খেলা না থাকায় বেশিরভাগ ক্রিকেটারই খেলবেন দুলিপ ট্রফিতে। চার দলের টুর্নামেন্টে বিশেষভাবে নজর রাখা হবে লোকেশ রাহুলের উপর। ইনজুরির কারণে চলতি বছর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে চারটিই খেলতে পারেননি এই উইকেটকিপার ব্যাটার। রাহুলের চেয়েও সবচেয়ে বড় নজর রাখা হবে ঋষভ পান্তের উপর।


২০২২ সালের ডিসেম্বরে গাড়ি দূর্ঘটনার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দিয়ে মাঠের ক্রিকেটে ফিরেছেন তিনি। জাতীয় দলের হয়ে খেলেছেন ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে। সবশেষ ২০ ওভারের বিশ্বকাপেও ছিলেন পান্ত। তবে এখন পর্যন্ত টেস্টে খেলেননি বাঁহাতি এই উইকেটকিপার ব্যাটার। সাদা পোশাকের ক্রিকেটের জন্য তার ফিটনেস পর্যালোচনা করা হবে বলে জানা গেছে।



দুলিপ ট্রফিতে খেলতে দেখা যাবে শুভমান গিল, যশস্বী জয়সাওয়াল, সরফরাজ খান, সূর্যকুমার যাদব, রজত পাতিদারদের মতো ক্রিকেটারদের দেখা যাবে। এদিকে ম্যাচ খেলতে দেখা যেতে পারে মোহাম্মদ শামিকেও। ২০২৩ সালের নভেম্বরের পর থেকে মাঠের বাইরে থাকা ডানহাতি এই পেসার জাতীয় দলে ফিরতে পারেন বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball