promotional_ad

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের সুবিধা নিতে চায় পাকিস্তান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে পাকিস্তানের ব্যর্থতার গল্পটা বেশ পুরনো। সবশেষ ডিসেম্বরেও নতুন কিছু করে দেখাতে পারেননি শান মাসুদ-বাবর আজমরা। তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরতে হয়েছিল পাকিস্তানকে। আট মাসের বেশির সময় ধরে টেস্ট না খেলা পাকিস্তানের সামনে এবার বাংলাদেশ চ্যালেঞ্জ।


২১ আগষ্ট থেকে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন জেসন গিলেস্পির শিষ্যরা। সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে ব্যাটিংয়ে ব্যর্থতা হওয়া পাকিস্তানের চ্যালেঞ্জ থাকবে ঘরের মাঠে রানের দেখা পাওয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার লক্ষ্যে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের সুবিধা নিতে চান মাসুদ। তবে ক্রিকেটারদের মানসিক ও শারিরীক চাপ সামলানোর তাগিদ দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক।


এ প্রসঙ্গে মাসুদ বলেন, ‘আমাদের জন্য সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে আমরা ঘরের মাঠে খেলতে যাচ্ছি এবং খেলোয়াড়েরা কন্ডিশনের সঙ্গে বেশ পরিচিত। আমাদেরকে এটা (ঘরের মাঠের) সুবিধা নিতে হবে। কিন্তু শারিরীক ও মানসিকভাবে যে চাপ আসবে আমাদেরকে সেটাও সামলাতে হবে।’



promotional_ad

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে ৫ ম্যাচের দুটিতে জয় পেয়েছে পাকিস্তান। ৩৬.৬৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান পাঁচে। মাসুদের দলের উপরে আছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে সেরা দুইয়ের মাঝে থাকতে হবে পাকিস্তানে। পাঁচ থেকে সেরা দুইয়ে ওঠার জন্য হাতে ৯ টেস্ট আছে তাদের।


যার শুরুটা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। এরপর ইংল্যান্ডের বিপক্ষে তিনটি, সাউথ আফ্রিকার বিপক্ষে দুটি এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুই টেস্ট খেলবে পাকিস্তান। সেই ৯ ম্যাচে সর্বোচ্চ সংখ্যক ম্যাচ জিততে চান মাসুদ। সেটার জন্য অবশ্য ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই ভালো করার কথা জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক।


মাসুদ বলেন, ‘আমাদের যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে লড়াই করতে হয় তাহলে আমাদের জয় নিশ্চিত করতে হবে। যার জন্য খেলার প্রতিটি জায়গায় আমাদের ইন্টেন্ট ও পজিটিভিটি দেখাতে হবে। সেটা হোক ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং। আমাদের লক্ষ্য থাকবে পাকিস্তানের জন্য সেরা ফলাফল অর্জন করা। সামনে ৯ টা টেস্ট আছে, যতটা সম্ভব আমাদের জেতা প্রয়োজন।’


পাকিস্তান সফরকে সামনে রেখে দুই টেস্টে দল ঘোষণা করেছে বাংলাদেশ। পাকিস্তান অবশ্য স্কোয়াড দিয়েছে আরও আগেই। এদিকে ১৬ আগষ্ট পাকিস্তানের বিমান ধরার কথা থাকলেও নাজমুল হোসেন শান্তরা যাবেন ১২ আগষ্ট। আগামী ১৬ আগষ্ট পর্যন্ত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করে ইসলামাবাদে যাবে বাংলাদেশ।



সেখানে পৌঁচার পর তিনদিন অনুশীলন করবেন বাংলাদেশের ক্রিকেটাররা। অনুশীলন শেষে ২১ আগষ্ট রাওয়ালপিণ্ডিতে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে ৩০ আগস্ট, করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball