promotional_ad

পাকিস্তানে আগে যাওয়ার কথা ভাবছে বাংলাদেশও

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশকে কদিন আগেই উড়িয়ে নেয়ার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মহসিন নাকভির বোর্ডের এমন প্রস্তাব বিবেচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (পিসিবি)। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার কথা বিবেচনা করে একটু আগেই পাকিস্তান যেতে পারেন নাজমুল হোসেন শান্ত।


ছাত্র-জনতার আন্দোলনের জের ধরে ৫ আগষ্ট সরকারের প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। রাজনীতির দৃশ্যপট বদলে বাংলাদেশের পরিস্থিতি আগের তুলনায় খানিকা অবনতি হয়েছে। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যুক্তরা এখনও পুরোদমে কাজে ফেরেননি।



promotional_ad

এদিকে বাংলাদেশের ক্রিকেটারদের অনুশীলনেও ব্যঘাত ঘটেছে। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ৩ থেকে ১৬ আগষ্ট অনুশীলন ক্যাম্প করার ছিল শান্তদের। তবে মাঝে দেশের সার্বিক পরিস্থিতির অবনতি হওয়ায় বাংলাদেশের ক্রিকেটারদের আগেভাগে পাকিস্তানে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছে পিসিবি। তাদের প্রস্তাবকে ইতিবাচকভাবে নিয়েছে বিসিবি।


এ প্রসঙ্গে বিসিবির এক কর্মকর্তা ক্রিকফ্রেঞ্জিকে বলেন, ‘পিসিবি আমাদের যে প্রস্তাব দিয়েছে সেটা আমরা খুব ইতিবাচকভাবে নিয়েছি। আমাদের তো ৩ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত দেশে অনুশীলন করার কথা ছিল কিন্তু পরিস্থিতির কারণে হয়নি। তবে ছেলেরা এখন অনুশীলন করছে।’


‘আর ‘এ’ দল তো ইতোমধ্যে সেখানে চলে গিয়েছে। পিসিবির প্রস্তাবটা আমরা বিবেচনা করছি, তবে বললেই তো যাওয়া হবে না। আমরা চেষ্টা করছি কয়েকদিন আগে সেখানে গিয়ে কন্ডিশনের সাথে মানিয়ে নিতেG এটা আমাদের ক্রিকেটারদের জন্যও ভালো হবে। তবে কবে নাগাদ যাচ্ছি এখনও নিশ্চিত হওয়া যায়নি।’



যতটুকু জানা গেছে ১২ কিংবা ১৩ আগষ্ট পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়তে পারেন বাংলাদেশের ক্রিকেটাররা। আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে, ৩০ আগষ্ট। দুটি টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball