promotional_ad

কখনই ইংল্যান্ডের কোচ হতে চান না পন্টিং

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কদিন আগেই আইপিএল থেকে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের চাকরি হারিয়েছেন রিকি পন্টিং। চাকরি হারানো কিছুদিন পর মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) ওয়াশিংটন ফ্রিডমের হয়ে শিরোপা জিতেছেন তিনি। এমন অবস্থায় ইংল্যান্ডের রঙিন বলের ক্রিকেটে কোচ হওয়ার সুযোগ নিতে পারেন পন্টিং। তবে কখনই ইংল্যান্ডের কোচ না হওয়ার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক এই অধিনায়ক।


সাদা বলের ক্রিকেটে দায়িত্ব নেয়ার পরই ২০২২ সালে ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন ম্যাথু মট। কোচ হওয়ার ৬ মাস পর এমন সাফল্য পেলেও বাকিটা সময় কেটেছে ব্যর্থতায়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভালো করতে না পারায় গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে হয়েছিল ইংল্যান্ডের। টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য সেমিফাইনালে উঠেছিল জস বাটলারের দল। যদিও মাঠের ক্রিকেটে সেভাবে প্রত্যাশা মেটাতে পারেননি তারা।



promotional_ad

যার ফলে বিশ্বকাপ শেষ হওয়ার কিছুদিন পরই ইংল্যান্ডের চাকরি ছাড়েন মট। নতুন কোচ যোগ দেয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কাস ট্রেসকোথিককে। তবে পূর্ণ মেয়াদে চাকরি দেয়ার জন্য কোচ খুঁজছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যেখানে অ্যান্ডি ফ্লাওয়ার, কুমার সাঙ্গাকারা, অ্যান্ড্রু ফ্লিনটফের মতো বেশ কয়েকজন কোচের নাম রয়েছে।


পন্টিংকে খুব বেশি আলোচনা না হলেও সুযোগ পেলে তিনি ইংল্যান্ডের দায়িত্ব নেবেন কিনা এমনটা জানতে চাওয়া হয়েছিল তার কাছে। আইসিসির রিভিউতে সানজানা গানেশানের সঙ্গে আলাপকালে বিশ্বকাপজয়ী সাবেক এই অধিনায়ক নিশ্চিত করেছেন তিনি কখনও ইংলিশদের কোচ হওয়ার কথা ভাববেন না। এর আগেও টেস্ট দলের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।


ইংল্যান্ডের কোচ হবেন কিনা এমন প্রশ্নের জবাবে পন্টিং বলেন, ‘না, আমি কখনই এটি (ইংল্যান্ডকে কোচিং) করার কথা ভাবব না। প্রকাশ্যেই বলছি, এই মুহূর্তে আমার জীবন যেমন, আন্তর্জাতিক চাকরি আসলেই আমার জন্য নয়। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে কোচিংয়ে আরও অনেক বেশি সময় দিতে হয়।’



‘আমার অন্যান্য প্রতিশ্রুতিও আছে, টিভিতে কাজ করা এবং যে কাজগুলো করি, সেগুলোর ভারসাম্য রাখার, একই সঙ্গে বাড়িতে যথেষ্ট সময় থাকার চেষ্টা করছি, গত কয়েক বছরে যা খুব বেশি পারিনি। অন্যান্য আন্তর্জাতিক দলকে কোচিং করানো এক ব্যাপার, আর একজন অস্ট্রেলিয়ানের জন্য ইংল্যান্ডের কোচিং করানো সম্ভবত কিছুটা ভিন্ন ব্যাপার, কিন্তু এই মুহূর্তে আমি যথেষ্ট ব্যস্ত।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball