promotional_ad

রোহিতকে ধোনির পাশেই রাখছেন শাস্ত্রী

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের ক্রিকেটে সর্বকালের সেরা অধিনায়ক ধরা হয় মহেন্দ্র সিং ধোনিকে। ওয়ানডে ও টি-টোয়েন্টির জোড়া বিশ্বকাপ জেতার বিরল নজির রয়েছে তার। সেই সঙ্গে অধিনায়ক হিসেবে জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। 


এরপর অনেক অধিনায়কই এসেছেন ভারতের ক্রিকেটে। সফলও হয়েছেন। তবে কেউই ধোনির উচ্চতায় পৌঁছাতে পারেননি। কদিন আগেই রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। তাকেই এবার কৌশলগত দিক দিয়ে ধোনিকে রোহিতের সমানে সমান মনে করছেন রবি শাস্ত্রী।



promotional_ad

এ প্রসঙ্গে শাস্ত্রী বলেছেন, 'ভুলে গেলে চলবে না, কৌশলগত দিক থেকে সে অসাধারণ। সবসময়ের সেরা অধিনায়কদের তালিকায় সে ধোনির পাশেই থাকবে। আপনি যদি জিজ্ঞেস করেন, দুজনের মধ্যে কে সেরা? আমি বলব, সাদা বলের ক্রিকেটে কৌশল সাজানোর প্রসঙ্গে দুজনই সমান-সমান। রোহিতের জন্য আমি এর চেয়ে প্রশংসাসূচক কিছু বলতে পারব না। কারণ আপনারা জানেন, ধোনি কী করেছে এবং কত শিরোপা জিতেছে।'


রোহিতের নেতৃত্বে ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। তবে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ শিরোপা ছুঁয়ে দেখা হয়নি রোহিতদের। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল হিসেবে সবাইকে ছাড়িয়ে গেছে ভারত। শাস্ত্রী মনে করেন তিনি যেভাবে জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেলকে কাজে লাগিয়েছেন তা প্রশংসায় যোগ্য।


তিনি বলেন, 'রোহিত (ধোনির চেয়ে) বেশি দূরে থাকবে না। আমার মতে, কৌশলগত দিক থেকে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সে দুর্দান্ত ছিল। ঠাণ্ডা মাথায় যে বিচক্ষণতা সে দেখিয়েছে; (জসপ্রিত) বুমরাহ, (হার্দিক) পান্ডিয়া, এমনকি অক্ষর প্যাটেলকেও সঠিক সময়ে বোলিংয়ে আনার যে সামর্থ্য দেখিয়েছে, দুর্দান্ত।'



ব্যাটারসম্যান রোহিতকেও উপরের দিকে রাখছেন শাস্ত্রী। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে ৩৩ সেঞ্চুরি ও ৮৭ হাফ সেঞ্চুরিতে প্রায় ১৫ হাজার রান করেছেন রোহিত। তাই তাকে সময়ের সেরা ব্যাটার হিসেবেই মর্যাদা দিচ্ছেন ভারতের এই সাবেক ব্যাটার।


শাস্ত্রীর ভাষ্য, 'আমি মনে করি, সাদা বলের ক্রিকেটে সে একজন দানবের মত। সবসময়ের সেরাদের একজন। এই খেলায় ক্রিকেটারদের মধ্যে সেরাদের একজন। যুগভেদে সাদা বলের যে কোনো দলে সে জায়গা করে নেবে, শুধুমাত্র টপ-অর্ডারে ডায়নামিক সামর্থ্যের সৌজন্যে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball