promotional_ad

ভারতীয় ক্রিকেটের ‘দ্য গ্রেট ওয়াল’ গায়কোয়াড় আর নেই

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


‘দ্য গ্রেট ওয়াল’ হিসেবে খ্যাত ভারতের সাবেক ক্রিকেটার গায়কোয়াড় অংশুমান মারা গেছেন। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে কঠিন লড়াই করে গত বুধবার রাতে চিরবিদায় নেন এই ক্রিকেটার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।


গায়কোয়াড়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সেক্রেটারি জয় শাহ এবং ক্রীড়া সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। গত মাসেই গায়কোয়াড়কে চিকিৎসার জন্য ১ কোটি রুপি সহায়তা দিয়েছিল বিসিসিআই।



promotional_ad

বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এক্স'এ লেখেন, ‘মিস্টার অংশুমান গায়কোয়াডের পরিবার এবং বন্ধুদের প্রতি আমার গভীর সমবেদনা। সমগ্র ক্রিকেট সম্প্রদায়ের জন্য হৃদয়বিদারক। তার আত্মা শান্তিতে থাকুক।’


এ ছাড়া দেশটির প্রধানমন্ত্রী মোদি তার এক্স একাউন্টে লিখেছেন, ‘ক্রিকেটে অবদানের জন্য শ্রী অংশুমান গায়কোয়াড স্মরণ করা হবে। তিনি একজন প্রতিভাধর খেলোয়াড় এবং অসামান্য কোচ ছিলেন। তার মৃত্যুতে সবাই ব্যথিত। তার পরিবার এবং ভক্তদের প্রতি সমবেদনা।’


ব্লাড ক্যান্সার ধরা পড়ার পর লন্ডনের কিংম কলেজ হাসপাতালে চিকিৎসা করাচ্ছিলেন গায়কোয়াড়। গত মাসে দেশে ফিরেছিলেন তিনি। শারিরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর হয়। সেখানেই মারা যান গায়কোয়াড়।



১৯৭৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কলকাতায় টেস্ট অভিষেক হয়েছিল গায়কোয়াড়ের। ১০ বছর ক্রিকেট খেলে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ১৯৮৪ সালে এই কলকাতাতেই শেষবারের মতো মাঠে নেমেছিলেন তিনি।


ভারতের হয়ে ৪০টি টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলেন গায়কোয়াড়। ১৯৮৩ সালে জলান্ধরে ইমরান খানের পাকিস্তানের বিপক্ষে ২০১ রানের ইনিংস খেলেন তিনি, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম ধীরগতির ডাবলসেঞ্চুরি। খেলোয়াড়ি জীবন শেষে ১৯৯৭ থেকে ২০০০ সালের মধ্যে দুই মেয়াদে ভারতের কোচিংয়ের দায়িত্ব পালন করেন গায়কোয়াড়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball