promotional_ad

সাকিব-শরিফুলের দারুণ বোলিংয়ে জিতল বাংলা টাইগার্স

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে বল হাতে দারুণ ছন্দে আছেন শরিফুল ইসলাম। আগের ম্যাচগুলোর মতো গতরাতের ম্যাচেও দেখিয়েছেন ঝলক। তার ক্যারিয়ারসেরা বোলিংয়ে সারে জাগুয়ার্সের বিপক্ষে চার উইকেটের জয় পেয়েছে বাংলা টাইগার্স মিসিসাগা।


সারের বিপক্ষে শরিফুল করেন এই টুর্নামেন্টে নিজের সেরা বোলিং। চার ওভারে মাত্র ১১ রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট। এ দিন অধিনায়ক সাকিব আল হাসান ২১ রানে নিয়েছেন দুটি উইকেট। এই দুজনের দারুণ বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি সারের ব্যাটাররা।



promotional_ad

ব্রাম্পটনে পাওয়া এ জয়ে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে উঠে এসেছে মিসিসাগা। এই টুর্নামেন্টের শীর্ষে আছে আরেক বাংলাদেশি মোহাম্মদ সাইফউদ্দিনের দল মন্ট্রিয়ল টাইগার্স। মন্ট্রিয়লের পয়েন্ট ছয় হলেও নেট রান রেটে এগিয়ে আছে তারা।


বোলারদের নৈপুণ্যে মার্কাস স্টইনিসের দলকে মাত্র ১০১ রানে আটকে দেয় বাংলা টাইগার্স। এই রান তুলতে ১৯ ওভার খেলে সাকিবের দল। এদিন অবশ্য ব্যাট হাতে ব্যর্থ হন সাকিব। ৭ বলে মাত্র এক রান করেন। তার দলের হয়ে ১৯ বলে অপরাজিত ২৭ রান করেন ডেভিড ভিসে।


১২ বলে অপরাজিত ১৭ রান আসে ডিলন হেইলিগারের ব্যাটে। এদিন নিজের করা প্রথম ওভারে শরিফুল আউট করেন সুনীল নারিনকে। প্রথম ওভারে উইকেটের দেখা পান সাকিবও। ইনিংসের অষ্টম ওভারে বোলিংয়ে এসে স্কটল্যান্ডের ব্রেন্ডন ম্যাকমুলেনকে আউট করেন সাকিব।



শরিফুল নিজের তৃতীয় ওভারটি করেন ইনিংসের দশম ওভারে। সেই ওভারের শেষ দুই বলে হামজা তারিক এবং হারমিত সিংকে ফেরান তিনি। তখন ধীরে ধীরে ভয়ঙ্কর হচ্ছিলেন স্টইনিস। তবে ১৬তম ওভারে ২৯ বলে ৩৬ রান করা স্টইনিসকে বোল্ড করে ফিরিয়ে দেন সাকিব। সাকিব ও শরিফুল দুজনই এখন পর্যন্ত টুর্নামেন্টে ৬টি করে উইকেট নিয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball