সাকিব ঠিক করেনি, বলছেন জালাল

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে দেশে ফিরলেও কদিন পরই মেজর লিগ ক্রিকেট (এমএলসি) খেলতে যুক্তরাষ্ট্রে যান সাকিব আল হাসান। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলা বাংলাদেশের সাবেক অধিনায়ক বর্তমানে ব্যস্ত সময় পার করছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে। সাকিব যখন বাংলা টাইগার্স মিসিসাগার হয়ে কানাডায় খেলছেন তখন বাংলাদেশে চলছে ছাত্র আন্দোলন।


কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সবশেষ দুই সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সংঘর্ষের সৃষ্টি হয়েছে। যার ফলে অনেক মানুষের মৃত্যুও হয়েছে। এমন অবস্থায় পুরো দেশের ঘটনা নিয়ে নিশ্চুপ রয়েছেন মাগুরা-২ আসনের আওয়ামীলীগ সমর্থিত এমপি সাকিব। যে কারণে বাংলা টাইগার্সের অধিনায়কের উপর ক্ষিপ্ত দেশের জনগণ।


গ্লোবাল টি-টোয়েন্টি খেলার সময় দর্শকদের কাছে আসতেই একজন তাকে প্রতিবাদের আহ্বান জানান। দুজনের মাঝে কথোপকথনের এক পর্যায়ে সেই সমর্থককে উদ্দেশ্য করে সাকিব বলেন, ‘আপনি দেশের জন্য কি করেছেন।’ এমন মন্তব্যের পর সমালোচনায় বিদ্ধ হচ্ছেন তিনি। এদিকে সাকিবের এমন মন্তব্য করা উচিত হয়নি বলে জানিয়েছেন জালাল ইউনুস।


promotional_ad

মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান বলেন, ‘আমি কিন্তু ভিডিওটা দেখিনি, এজন্য আমার মন্তব্য করা ঠিক হবে না। অবশ্যই ঠিক করেনি নিশ্চয়। কারণ সবারই সব জায়গায় কিন্তু অবদান আছে। এবং সাকিবের অবদান নিয়ে কিন্তু প্রশ্ন করা উচিত ছিল না।’


তিনি আরও যোগ করেন, ‘সে যদি ক্রিকেটে সাকিবের অবদানের কথা উঠিয়ে থাকে যেটা আমি শুনেছি, আমি কিন্তু এটা দেখিনি। আমরা সবাই জানি সাকিবের অবদান কি। বাংলাদেশের ক্রিকেটে আমাদের কয়েকজন সিনিয়রের অবদান অবশ্যই অস্বীকার করা যাবে না।’


সাকিব চুপ থাকলেও মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে তরুণ ক্রিকেটাররাও শান্তির বার্তা দিয়েছেন। বাংলাদেশের সাবেক অধিনায়কের কাছে এমন প্রত্যাশা করলেও সেটা পূরণ হয়নি। জালাল অবশ্য এটিকে সাকিবের ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন।


জালাল বলেন, ‘দেখুন, এটা সাকিবের ব্যক্তিগত ব্যাপার। সাকিব কি বলেছে সেখানে আমি ঠিক বলতে পারব না। আমি যতটুুকু জেনেছি সাকিবকে অবদানের কথা বলা হয়েছে। তাহলে কোন অবদানের কথা বলা হয়েছে আমি জানি না।’


টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকে জাতীয় দলের কোন খেলা নেই। তবে পাকিস্তান সফর দিয়ে আবারও মাঠের ক্রিকেটে ফিরতে যাচ্ছে শান্তর দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগষ্টের মাঝামাঝি পাকিস্তানে যাবে বাংলাদেশ। যেখানে সাকিবকে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন জালাল। বোর্ড এবং নির্বাচকদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।


জালাল বলেন, ‘সাকিব পাকিস্তানে সফরে তাকে পাওয়া যাবে। কথা হয়েছে বোর্ডের সাথে, আমার সাথেও কথা হয়েছে, নির্বাচকদের সাথেও কথা হয়েছে। আশা করি সে হয়ত সরাসরি দুবাই থেকে চলে যাবে, সময় যদি না থাকে। অথবা তাকে বলা হয়েছে ঢাকায় এসে দুই-একদিন অনুশীলন করে দলের সাথে যোগ দেবে দেশে আসার জন্য।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball