promotional_ad

বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় ওয়াকার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এক সময় পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন ওয়াকার ইউনিস। এরপর পাকিস্তান দলের পেস বোলিং কোচ হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি। এবার পাকিস্তানের ক্রিকেটে নতুন ভূমিকায় ফিরতে যাচ্ছেন তিনি।


সাবেক এই পেসারকে পাকিস্তান ক্রিকেটের ‘সুপ্রিমো’ করা হচ্ছে। তিনি পাকিস্তান ক্রিকেট ও চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে যোগসূত্র স্থাপন করবেন। যদিও তার এই পদের নাম আসলে কী হবে তা বিস্তারিত জানায়নি পাকিস্তানের গণমাধ্যম।



promotional_ad

পাকিস্তান ক্রিকেটের পরামর্শক নাকি উপদেষ্টা পদে তাকে বসানো হবে তা চূড়ান্ত হয়নি এখনও। নিয়োগ পেলেই তার পদের ব্যাপারে বিস্তারিত জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে ওয়াকারের পদটি ইংল্যান্ড ক্রিকেটের রব কি’র মতো মনে করা হচ্ছে।


তিনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। কোচ নিয়োগ থেকে শুরু করে ক্রিকেটারদের সঠিক দিক নির্দেশনা দেয়াসহ গুরুত্বপূর্ণ সব কাজে ইসিবির দায়িত্ব পালন করেন রব কি।


পিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন চেয়ারম্যান নাকভি সাবেক এক ক্রিকেটারকে দেশের সামগ্রিক ক্রিকেটীয় বিষয় দেখভালের দায়িত্ব দিতে চান। যে পদে থেকে ওই ব্যক্তি জাতীয় দল, ঘরোয়া ক্রিকেট, হাইপারফরম্যান্স ও এর দল নির্বাচন নিয়ে কোচ ও বোর্ডকে পরামর্শ দেবেন।



এদিকে আগামী আগস্টে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজের আগেই ওয়াকারকে নিয়োগ দিতে চলেছে পিসিবি। বাংলাদেশের বিপক্ষে সিরিজের বিপক্ষে বিপক্ষে খেলবে পাকিস্তান। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে। ব্যস্ত সূচিকে সামনে রেখেই ওয়াকারকে নিয়োগ দেয়া হচ্ছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball