promotional_ad

৩ ধাপ এগিয়ে ১৪ নম্বরে জ্যোতি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নারী এশিয়া কাপে দল হিসেবে সেরা সাফল্য না পেলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন নিগার সুলতানা জ্যোতি। যার ফলে আইসিসির সবশেষ সাপ্তাহিক হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। ৬১২ রেটিং পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার।


সেমিফাইনালে ওঠার ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাত্র ৩৭ বলে ৬২ রানের ইনিংস খেলেছিলেন জ্যোতি। যেখানে দুটি ছক্কার সঙ্গে পাঁচটি চারও মেরেছিলেন। পরের ম্যাচে ভারতের বিপক্ষে অবশ্য জ্বলে উঠতে পারেননি তিনি। তবুও সেমিফাইনাল থেকে পড়ার ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেছিলেন বাংলাদেশের অধিনায়ক।



promotional_ad

এমন পারফরম্যান্সের পরই মূলত তিন ধাপ এগিয়েছেন তিনি। জ্যোতির পাশাপাশি র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে স্বর্ণার। সেমিফাইনালে ভারতের বিপক্ষে ১৮ বলে ১৯ রান করেছিলেন তরুণ এই ব্যাটার। তাতে করে ১০ ধাপ এগিয়েছেন তিনি। যার ফলে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সেরা একশতে জায়গা করে নিয়েছেন স্বর্ণা।


নারী এশিয়া কাপের ফাইনালে ব্যাট আলো ছড়িয়েছেন স্মৃতি মান্ধানা। শ্রীলঙ্কার বিপক্ষে ৬০ রানের ইনিংস খেলা বাঁহাতি এই ওপেনার সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে করেছিলেন অপরাজিত ৫৫ রান। এমন পারফরম্যান্সের পর এক ধাপ এগিয়েছেন মান্ধানা। ৭৪৩ রেটিং পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছেন ভারতের এই ব্যাটার।


শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো এশিয়া কাপ জেতানো চামারি আতাপাত্তু পুরো আসরেই দারুণ পারফর্ম করেছেন। বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ৪৯, পাকিস্তানের সঙ্গে ৬৩ এবং ফাইনালে ভারতের বিপক্ষে ৪৩ বলে ৬১ রান করেছিলেন লঙ্কান অধিনায়ক। এমন পারফরম্যান্সে ৭০৫ রেটিং পয়েন্ট নিয়ে ছয়ে উঠে এসেছেন আতাপাত্তু। ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং ছয়ে এর আগেও উঠেছিলেন তিনি।



ফাইনালে ম্যাচজয়ী অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলে সেরা বিশে ফিরেছেন হার্শিতা সামারাবিক্রমা। এক ধাপ এগিয়ে ১৮তম স্থানে রয়েছেন ভারতের জেমিমাহ রদ্রিগেজ। পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মুনিবা আলী ৬ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে রয়েছেন। বাংলাদেশের সঙ্গে তিন উইকেট নিয়ে সেরা পাঁচে ফিরেছেন পেসার রেনুকা সিং।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball