promotional_ad

আমি অধিনায়কত্বের জন্য খেলি না: আফ্রিদি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গত ওয়ানডে বিশ্বকাপের পরই পাকিস্তান দলের তিন ফরম্যাটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন বাবর আজম। এরপর এক সিরিজের জন্য টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছিল শাহীন শাহ আফ্রিদিকে।


এরপর বাবরকে আবারও সীমিত ওভারের নেতৃত্বে ফেরালে অধিনায়কত্ব ছেড়ে দিতে হয় আফ্রিদিকে। এরপর তাকে সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব দেয়া হলেও পাকিস্তানের এই পেসার সেটা অস্বীকৃতি জানান। অবশ্য এ নিয়ে তিনি মুখ ফুটে কিছু বলেননি।



promotional_ad

আফ্রিদি এবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি অধিনায়কত্বের জন্য খেলেন না। অধিনায়কত্ব দেয়া এবং কেড়ে নেয়া তার হাতে নেই। তাই এসব বিষয় নিয়ে মাথা ঘামাতে চান না বলেও জানিয়েছেন পাকিস্তানের এই পেসার। সেই সঙ্গে নিশ্চিত করেছেন তার নজর সব সময়ই বর্তমানে।


আফ্রিদি বলেছেন, 'আমার জন্য পাকিস্তান আগে। তারপর দল, তারপর আমি নিজে। আমি অতীতে বাস করি না, আমি বর্তমানে থাকি। আমি ভবিষ্যৎ নিয়েও চিন্তা করি না কারণ যদি আপনি বর্তমানে ভালো থাকেন তাহলে আগামীতেও থাকবেন। আমাকে অধিনায়কত্ব দেওয়া হোক বা কেড়ে নেওয়া হোক, এগুলো আমার নিয়ন্ত্রণে নেই। আমি এসবের জন্য ক্রিকেট খেলি না।।'


গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে তারা। এরপর বাবরের অধিনায়কত্ব ও পাকিস্তান দলের পারফরম্যান্স নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। আফ্রিদি অবশ্য জানিয়েছেন তিনি নেতিবাচক প্রতিবেদন দেখেন না। আপাতত নিজের পারফরম্যান্সের দিকেই মনোযোগ দিতে চান এই তারকা।



আফ্রিদির ভাষ্য, 'আমি ক্রিকেট খেলি পাকিস্তানকে সেবা করার জন্য। আমি খেলি সম্মানের জন্য, পাকিস্তানকে বেশি জেতানোর জন্য। আমি নেতিবাচক প্রতিবেদন দেখি না। যদি এসব দেখতে থাকি পারফর্ম করব কীভাবে? আমার অভিপ্রায় থাকে সব সময় দলের জন্য লড়াই করা। '



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball