এসিসির নতুন সভাপতি হচ্ছেন মহসিন নাকভি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গুঞ্জন আছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি পদে লড়বেন জয় শাহ। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও (এসিসি) সভাপতির দায়িত্ব পালন করছেন।


২০২৫ সালের জানুয়ারিতে এসিসির চেয়ারম্যানের পদের মেয়াদ শেষ হচ্ছে। এরই মধ্যে জল্পনা কল্পনা চলছে এসিসির চেয়ারম্যান কে হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে মহসিন নাকভির নাম। পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে পিসিবির বর্তমান চেয়ারম্যানই হচ্ছেন এসিসির নতুন সভাপতি।


promotional_ad

২০২৪ সালের জানুয়ারিতে আইসিসির মিটিং অনুষ্ঠিত হয়েছিল বালিতে। সেখানেই এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। ফলে এই ব্যাপারটি প্রায় স্পষ্ট যে আইসিসি সভাপতির পদে পরিবর্তন আসছে নতুন বছরের শুরুতে।


এদিকে কদিন আগেই এশিয়া কাপের আগামী দুই আসরের আয়োজক ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এর মধ্যে ২০২৫ এশিয়া কাপ হবে ভারতে। আগামী এশিয়া কাপের আসর হবে টি-টোয়েন্টি ফরম্যাটেই।


আর ২০২৭ এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ।  দুই আসরেই অংশ নিচ্ছে ৬টি দল। এর মধ্যে পাকিস্তান, ভারত, আফগানিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা সরাসরি এশিয়া কাপে অংশ নেবে।


আর ষষ্ঠ দলটি এশিয়া কাপ খেলার সুযোগ পাবে বাছাই পর্ব খেলে। দুই এশিয়া কাপেরই পূর্ণাঙ্গ সূচি এখনও জানা যায়নি। তবে জানা গেছে ২০২৫ সালের এশিয়া কাপ হবে সেপ্টেম্বরে। বর্ষার মৌসুম শেষে এশিয়া কাপ আয়োজন করবে ভারত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball