promotional_ad

প্রিটোরিয়ার দায়িত্বে আফগানিস্তানের প্রধান কোচ ট্রট

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রথম আসরে রানার্স আপ হলেও সাউথ আফ্রিকার এসএ২০ লিগের সবশেষ মৌসুমটা একেবারেই ভালো কাটেনি প্রিটোরিয়া ক্যাপিটালসের। টুর্নামেন্টের দ্বিতীয় আসরে মাত্র তিন ম্যাচ জিতে পাঁচে থেকে শেষ করতে হয়েছিল তাদের। এমন অবস্থায় সবশেষ মাসে প্রিটোরিয়ার প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন গ্রাহাম ফোর্ড।


সাউথ আফ্রিকান এই কোচের দায়িত্ব ছাড়ার কদিন পর রিকি পন্টিংয়ের সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিন্ন করেছে ক্যাপিটালস পরিবার। যার ফলে প্রিটোরিয়ার জন্য নতুন কোচ খুঁজতে হয়েছে তাদের। এসএ২০ লিগের তৃতীয় মৌসুম শুরুর মাস পাঁচেক আগে জনাথন ট্রটকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে প্রিটোরিয়া। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি।



promotional_ad

বর্তমানে আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন ট্রট। ২০২২ সালে আফগানিস্তানের কোচ হওয়া সাবেক এই ইংলিশ ক্রিকেটার সবশেষ জানুয়ারিয়াতে চুক্তি নবায়ন করেছেন। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত রশিদ খান-ফজলহক ফারুকিদের কোচ হিসেবে থাকার কথা রয়েছে ট্রটের। ৪৩ বছর বয়সী এই কোচ আফগানিস্তানের দায়িত্ব চালিয়ে যাবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।


২০২৫ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে এসএ২০ লিগের এবারের মৌসুম। যার ফলে আন্তর্জাতিক দায়বদ্ধতার সঙ্গে তার নতুন চাকরির সাংঘর্ষিকতা নেই। ডিসেম্বরে শেষ হতে যাওয়া চুক্তির মেয়াদ ট্রট বাড়াবেন কিনা তার আনুষ্ঠানিক ঘোষণা এখনও পাওয়া যায়নি। এদিকে আফগানদের হয়ে সাম্প্রতিক সময়ে দারুণ সাফল্য পেয়েছেন ইংলিশ এই কোচ।


টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের প্রতিভা দেখালেও ট্রট দায়িত্ব নেয়ার আগে আইসিসির ৫০ এবং ২০ ওভারের টুর্নামেন্টে মাত্র একটি করে ম্যাচে জয় পেয়েছিল আফগানিস্তান। তবে সবশেষ নয় মাসে নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা সময় পার করেছেন রশিদরা। যেখানে ২০২৩ ওয়ানডে এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং বাংলাদেশের মতো দলকে হারিয়েছে তারা।



যার ফলে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও উঠেছিল তারা। যদিও সাউথ আফ্রিকার কাছে হেরে বিদায় নিতে হয় তাদের। ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের প্রধান কোচ হওয়ার ভাবনাতেও আসতে পারতেন ট্রট। যদিও এখন পর্যন্ত তাকে বিবেচনা করা হয়েছে বলে কোন খবর পাওয়া যায়নি। এদিকে ম্যাথু মটও ইংলিশদের দায়িত্ব ছাড়েন। তবে গুঞ্জন আছে চাকরি হারাতে পারেন মট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball