promotional_ad

ভারতকে কাঁদিয়ে এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রথমবার এশিয়া কাপের চ্যাম্পিয়ন হতে তখনও ৯ বলে ৫ রান করতে হতো শ্রীলঙ্কাকে। স্ট্রাইক প্রান্তে থাকা কাভিশা দিলহারি পুরো দেশকে আনন্দে ভাসাতে অবশ্য সময় নিলেন না একদমই। পূজা ভাস্তকারের স্লটে পাওয়া ডেলিভারিতে লং অনের উপর দিয়ে হাওয়ায় ভাসিয়ে দিলেন কাভিশা। ক্যামেরার লেন্স তখন কেবলই বল খুঁজে নেয়ার চেষ্টায়। শেষ পর্যন্ত বল সীমানা পেরোতেই দুই হাত প্রসারিত করে উদযাপন করলেন তরুণ এই ব্যাটার। দৌড়ে এসে কাভিশাকে জড়িয়ে ধরলেন ৫১ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলা হার্শিতা সামারাবিক্রমা।


ডাগ আউটে দাঁড়িয়ে থাকা লঙ্কান ক্রিকেটাররাও দৌড়ে এসে উদযাপনে যোগ দিলেন, জড়িয়ে ধরলেন ফাইনালে ম্যাচজয়ী সামারাবিক্রমাকে। সবশেষ কয়েক বছর ধরে পুরো শ্রীলঙ্কার ক্রিকেটকে বয়ে নিয়ে বেড়ানো চামারি আতাপাত্তু আকাশপানে চেয়ে কেবল বিধাতার কাছে শোকরিয়া জ্ঞাপন করলেন। সবশেষ এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হারা শ্রীলঙ্কা এর আগেও শিরোপার সুযোগ মিস করেছেন আরও চারবার। এবার অবশ্য ঘরের মাঠে সেই সুযোগ মিস করলেন না। আতাপাত্তু ও সামারাবিক্রমার হাফ সেঞ্চুরিতে ভারতকে ৮ উইকেটে হারিয়ে এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।



promotional_ad

জয়ের জন্য ১৬৬ রান তাড়ায় ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা। পূজার লেংথ ডেলিভারিতে শর্ট মিড উইকেটে ঠেলে দিয়ে এক রান নিতে চেয়েছিলেন ভিশমি গুনারত্নে। তবে আতাপাত্তুর সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরতে হয় তাকে। দলীয় ৭ রানে ধাক্কা খেলেও দলকে বিপদে পড়তে দেননি শ্রীলঙ্কার অধিনায়ক। তিনে নামা সামারাবিক্রমাকে সঙ্গে নিয়ে দলকে টেনেছেন লম্বা সময়।


দ্বিতীয় উইকেট জুটিতে ৬৩ বলে ৮৭ রান যোগ করেন তারা দুজন। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে হাফ সেঞ্চুরি করা আতাপাত্তু মহাগুরুত্বপূর্ণ ফাইনালেও খেললেন পঞ্চাশ পেরোনো ইনিংস। দীপ্তি শর্মার নিচু হওয়া ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরার আগে খেলেছেন ৪৩ বলে ৬১ রানের ইনিংস। দলের সেরা ব্যাটার ফিরে গেলেও লঙ্কানদের ম্যাচে রেখেছিলেন সামারাবিক্রমা। তরুণ বাঁহাতি এই ব্যাটারকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন কাভিশা।


দেখেশুনে যেমন খেলেছেন তেমনি দলের প্রয়োজনে বাউন্ডারিও বের করেছেন সামারাবিক্রমা। তাতে করে ৪৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। ৫১ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলার সঙ্গে কাভিশার সঙ্গে ৭৩ রানের অবিচ্ছিন্ন জুটিও গড়েছেন সামারাবিক্রমা। এদিকে ছক্কা মেরে শ্রীলঙ্কার এশিয়া কাপ জয় নিশ্চিত করা কাভিশা অপরাজিত ছিলেন মাত্র ১৬ বলে ৩০ রানের ইনিংস খেলে।



এর আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রানের পুঁজি গড়ে ভারতের মেয়েরা। সাতবারের এশিয়া কাপ জয়ীদের হয়ে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেছেন স্মৃতি মান্ধানা। এ ছাড়া রিচা ঘোষ ৩০, জেমাইমা রদ্রিগেজ ২৯ এবং শেফালি ভার্মা ১৬ রান করেছেন। শ্রীলঙ্কার হয়ে দুটি উইকেট নিয়েছেন কাভিশা। একটি করে উইকেট পেয়েছেন আতাপাত্তু, শচীনি নিসানসালা, উদেশিকা প্রবোধোনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball